![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
surangana bandyopadhyay - kon gopone lyrics lyrics
Loading...
kon gopone lyrics
কোন গোপনে মন পুড়েছে
বৃষ্টি থামার পরে
আমার ভিতর ঘরে….।
কোন গোপনে মন পুড়েছে
বৃষ্টি থামার পরে
আমার ভিতর ঘরে….।
নয়ন কালো মেঘ জমালো
ঝিনুকের অন্তরে
আমার ভিতর ঘরে।
নয়ন কালো মেঘ জমালো
ঝিনুকের অন্তরে
আমার ভিতর ঘরে।
কোমল ধানের শীষে
দুঃখরা যায় মিশে
কোমল ধানের শীষে….
দুঃখরা যায় মিশে।
সুখ পাখি কার্নিশে
হারায় অগোচরে
দিন খুঁজে যাই, দিন আসে না
রাত আসে রাত করে
আমার ভিতর ঘরে।
অবুঝ চোখের তারায়
অন্ধ কাজল হারায়
অবুঝ চোখের তারায়…..
অন্ধ কাজল হারায়
এক ফালি হাত বাড়ায়
শান্ত চরাচরে।
সোনার কাঁকন, কোন সে আপন
মুখ লুকায়ে প্রান্তরে
আমার ভিতর ঘরে।
কোন গোপনে মন পুড়েছে
বৃষ্টি থামার পরে
আমার ভিতর ঘরে
আমার ভিতর ঘরে
সেকি আমার ভিতর ঘরে।
Random Lyrics
- smolin - разливаю свой страх (spill my fear) lyrics
- zara - aga1n lyrics
- doni mula - hysj lyrics
- andy frasco & the u.n. - change of pace lyrics
- silent bob & sick budd - questione di tempo lyrics
- jack rootes - kingdom come lyrics
- sauga sen - gin lyrics
- hokube - whatever you want lyrics
- baby face plugg - narcos lyrics
- ogleloo - how you feel(dirty) lyrics