surojit chatterjee - dildoriar majhey lyrics
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
ডুবলে পড়ে রত্ন পাবি
ডুবলে পড়ে রত্ন পাবি
ভাসলে পরে পাবি না
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
দিলদরিয়ার মাঝে কত
মাঝে মাঝে জাহাজ গেছে
ছয় জনা তাই দাঁড় ফেলিছে
মাঝে মাঝে জাহাজ গেছে
ছয় জনা তাই দাঁড় ফেলিছে
দশ জনা তাই গুণ টানিছে
দশ জনা তাই গুণ টানিছে
হল ধরেছে একজনা
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
দিলদরিয়ার মাঝে কত
দিলের মধ্যে বাগান আছে
নানান জাতি ফুল ফুটেছে
সৌরভে জগত মেতেছে
আমার নেশা মাতলো না
দিলের মধ্যে বাগান আছে
নানান জাতি ফুল ফুটেছে
সৌরভে জগত মেতেছে
আমার নেশা মাতলো না রে
আমার নেশা মাতলো না
দিলের মধ্যে কমল আছে
দিলের মধ্যে কমল আছে
দিলের মধ্যে কমল আছে
ব্রহ্মা+বিষ্ণু+শিব রয়েছে
দিলের মধ্যে কমল আছে
ব্রহ্মা+বিষ্ণু+শিব রয়েছে
এক+তিনে যে এক করেছে
এক+তিনে যে এক করেছে
করছে গুরুর সাধনা
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
ডুবলে পড়ে রত্ন পাবি
ডুবলে পড়ে রত্ন পাবি
ভাসলে পরে পাবি না
দিলদরিয়ার মাঝে
দিলদরিয়ার মাঝে
দিলদরিয়ার…
ডুবলে পড়ে রত্ন পাবি
ডুবলে পরে
ডুবলে পরে রত্ন পাবি
ভাসলে পরে পাবি না
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
দিলদরিয়ার মাঝে কত
Random Lyrics
- frostix - trickle lyrics
- ssgkobe - blew lyrics
- ant medicine - energy lyrics
- nebezao & basiaga - налей (pour) lyrics
- south haven - devotion lyrics
- lamix & jireel - promille lyrics
- serena deena - badde$t lyrics
- vinxen (빈첸) - 바다아래 (below the sea) lyrics
- rift, rico & kid rohan - not my friend lyrics
- levee - fake!! lyrics