azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

surojit chatterjee - dildoriar majhey lyrics

Loading...

দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
ডুবলে পড়ে রত্ন পাবি
ডুবলে পড়ে রত্ন পাবি
ভাসলে পরে পাবি না
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
দিলদরিয়ার মাঝে কত

মাঝে মাঝে জাহাজ গেছে
ছয় জনা তাই দাঁড় ফেলিছে
মাঝে মাঝে জাহাজ গেছে
ছয় জনা তাই দাঁড় ফেলিছে
দশ জনা তাই গুণ টানিছে
দশ জনা তাই গুণ টানিছে
হল ধরেছে একজনা
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
দিলদরিয়ার মাঝে কত

দিলের মধ্যে বাগান আছে
নানান জাতি ফুল ফুটেছে
সৌরভে জগত মেতেছে
আমার নেশা মাতলো না
দিলের মধ্যে বাগান আছে
নানান জাতি ফুল ফুটেছে
সৌরভে জগত মেতেছে
আমার নেশা মাতলো না রে
আমার নেশা মাতলো না
দিলের মধ্যে কমল আছে
দিলের মধ্যে কমল আছে
দিলের মধ্যে কমল আছে
ব্রহ্মা+বিষ্ণু+শিব রয়েছে
দিলের মধ্যে কমল আছে
ব্রহ্মা+বিষ্ণু+শিব রয়েছে
এক+তিনে যে এক করেছে
এক+তিনে যে এক করেছে
করছে গুরুর সাধনা

দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
ডুবলে পড়ে রত্ন পাবি
ডুবলে পড়ে রত্ন পাবি
ভাসলে পরে পাবি না
দিলদরিয়ার মাঝে
দিলদরিয়ার মাঝে
দিলদরিয়ার…
ডুবলে পড়ে রত্ন পাবি
ডুবলে পরে
ডুবলে পরে রত্ন পাবি
ভাসলে পরে পাবি না
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
দিলদরিয়ার মাঝে কত



Random Lyrics

HOT LYRICS

Loading...