azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

surojit chatterjee - prem jane na lyrics

Loading...

প্রেম জানে না
প্রেম জানে না রসিক কালাচাঁদ
কালা জুইড়া থাকে মন
কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে
আরে, প্রেম জানে না রসিক কালাচাঁদ
কালা জুইড়া থাকে মন
কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে
আরে, কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে

ও কলা রে, নদীর ওপার তোমার বাড়ি
যাওয়া+আসা অনেক দেরি
যাবো কি রবো, কি সদাই করি মানা
হেঁইটা যেতে নদী পানি খাকলুম কি খোকলুম
কি খালাও খালাও করে রে
খালাও খালাও করে রে
হায় হায় প্রাণের কালা রে

আরে, প্রেম জানে না
প্রেম জানে না রসিক কালাচাঁদ
কালা জুইড়া থাকে মন
কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে
আরে, কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে

ও কালা রে
একলা ঘরে শুইয়া থাকুম
পালঙ্ক উপরে মন মন বিলবিল বিলবিল করে
পরদ ঘুরতে মরার পালঙ্ক ক্যাররাত কি কররাত
কি ক্যারাও ক্যারাও করে রে
ক্যারাও ক্যারাও করে রে
হায় হায় প্রাণের কালা রে
প্রেম জানে না
প্রেম জানে না রসিক কালাচাঁদ
কালা জুইড়া থাকে মন
কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে
আরে, কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে

ও কালা রে
তোমার আশায় বসিয়া থাকুম বটবৃক্ষের তলে
তোমার আশায় বসিয়া থাকুম বটবৃক্ষের তলে
ও মন ইরাম বাইরাম করে
ভাদর মাসে দেওয়ার ঝড়ি টপ্পাস কি টুপ্পুস
কি ঝমঝমিয়ে পড়ে রে
ঝমঝমিয়ে পড়ে রে
হায় হায় প্রাণের কালা রে

আরে, প্রেম জানে না
প্রেম জানে না রসিক কালাচাঁদ
কালা জুইড়া থাকে মন
কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে
আরে, কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে
কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে



Random Lyrics

HOT LYRICS

Loading...