susmita bhattacharya - aakash jure shuninu-susmita lyrics
Loading...
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,
কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে—
আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে
তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥
Random Lyrics
- weezer - the last days of summer lyrics
- big black delta - strange cakes lyrics
- 星弟 feat. boom - 迁就 lyrics
- winter - someone like you lyrics
- curren$y - froze (welcome to the winner's circle) lyrics
- wayne woodward - n.u.m.b lyrics
- etswhore - evolution lyrics
- robyn hitchcock - wide open star lyrics
- sincerelybryson - demo #52 lyrics
- jeremih & chance the rapper - i shoulda left you lyrics