susmita bhattacharya - aakash jure shuninu-susmita lyrics
Loading...
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,
কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে—
আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে
তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥
Random Lyrics
- president t - yeah, if you say so lyrics
- vishal dadlani - mon amour lyrics
- lyrical school - golden lyrics
- behind the moon - we're all the same lyrics
- raftaar & payal dev - haseeno ka deewana lyrics
- 葛仲珊 - 你不懂我 lyrics
- israel vibration - journey lyrics
- sarkodie - kanta lyrics
- kenichiro nishihara feat. mabanua - our love lyrics
- イ・ジョンヒョン(from cnblue) - call me lyrics