
susmita patra - bhalobeshe jodi sukh nahi lyrics
Loading...
ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন,
তবে কেন মিছে ভালোবাসা।
মন দিয়ে মন পেতে চাহি।
ওগো কেন,
ওগো কেন মিছে এ দুরাশা।
হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,
নয়নে সাজায়ে মায়া-মরীচিকা,
শুধু ঘুরে মরি মরুভূমে।
ওগো কেন,
ওগো কেন মিছে এ পিপাসা।
আপনি যে আছে আপনার কাছে,
নিখিল জগতে কী অভাব আছে।
আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,
কোকিল-কূজিত কুঞ্জ।
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়,
এ কী ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায়
জীবন যৌবন গ্রাসে।
তবে কেন,
তবে কেন মিছে এ কুয়াশা।
Random Lyrics
- kalani pe'a - e na kini lyrics
- carlotta musanti - come sassi lyrics
- nunca es tarde - no dejarlo morir lyrics
- gift giver - cruisin' the chevy lyrics
- night riots - as you are lyrics
- armac - gray lyrics
- brady arnold - the last words you will ever hear lyrics
- trettmann - adriano lyrics
- toshinori yonekura - chance lyrics
- i prevail - worst part of me lyrics