
svmiin, shibu & breezy (bgd) - sokhi go lyrics
[verse 1: svmiin]
আমার আপন নেই যে কেউ ভাসি যে ভাবনায়
তোমার রূপের শেষ টুকরো আজও যে মুছে যায়
এই উদাসীন আভায় সে এখানে আবার স্বপ্ন দেখায়
মিথ্যে আয়নার এপার+ওপার, এপার+ওপার
[chorus: svmiin]
সখী গো, মনের কোণে কে রাখে তোমায়?
সখী গো, এক নজরে চিনেছি তোমায়
সখী গো, ভুলে যাবো স্মৃতি এ জ্বালায়
সখী গো, ও সখী গো
হায় রে হায় হায়
হায় রে হায় হায়
না রে না, ও+ও+ও
হায় রে হায় হায়
হায় রে হায় হায়
না রে না, ও+ও+ও
[verse 2: shibu]
কে দিয়েছে এই অনুভূতি?
সবই দেখো না, আমাকে বুঝো না তুমি
অকারণেই কিছু হলেই রাগ আর
সখী, এক পলকে তুমি কি করে উধাও সখী?
এক সুযোগে যদি সব নিয়ে কাঁদাও সখী
মনটা ভেঙে দাও এভাবে আমার
সখী, না রে না
[chorus: svmiin]
সখী গো, মনের কোণে কে রাখে তোমায়?
সখী গো, এক নজরে চিনেছি তোমায়
সখী গো, ভুলে যাবো স্মৃতি এ জ্বালায়
সখী গো, ও সখী গো
হায় রে হায় হায়
হায় রে হায় হায়
না রে না, ও+ও+ও
হায় রে হায় হায়
হায় রে হায় হায়
না রে না, ও+ও+ও
Random Lyrics
- cherubs - fed lyrics
- cityboy! (dc) - jpg lyrics
- jetsetter - korrente lyrics
- olivia o. - that's what did it lyrics
- bless you - keep spinning lyrics
- jp reynolds - palindromes lyrics
- grünt - terreur lyrics
- jon ranes - kunstig inteligens lyrics
- dox (ind) - superstar lyrics
- braxton hicks uk - i collide lyrics