swagatalakshmi dasgupta - aji joto tara lyrics
Loading...
আজি যত তারা তব আকাশে
সবে মোর প্রাণ ভরি প্রকাশে ॥
নিখিল তোমার এসেছে ছুটিয়া,
মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হ
তব নিকুঞ্জের মঞ্জরী যত আমারি অঙ্গে বিকাশে ॥
দিকে দিগন্তে যত আনন্দ লভিয়াছে, এক গভীর গন্ধ,
আমার চিত্তে মিলি একত্রে তোমার মন্দিরে উছাসে ।
আজি কোনোখানে কারেও না জানি,
শুনিতে না পাই আজি কারো বাণী হে,
নিখিল নিশ্বাস আজি এ বক্ষে বাঁশরির সুরে বিলাসে ॥
Random Lyrics
- marcos & belutti - solteiro apaixonado lyrics
- the changcuters - salut untukmu lyrics
- wale - heisman watch lyrics
- not on tour - bad habits lyrics
- trevor hall - back to you lyrics
- caribeños de guadalupe - solo muy solo lyrics
- mahesa - dudu hang dikarepi (feat. dinda amora) lyrics
- vnm feat. cywinsky - z aftera na bifor lyrics
- weddialem - arrivano lyrics
- justin jay - let go lyrics