
swapan basu - original lyrics
Loading...
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
হিন্দু বাড়িতে যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম
জারি গান, বাউল গান
আনন্দের তুফান
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম
বর্ষা যখন হইত,
গাজির গান আইত,
রংগে ঢংগে গাইত
আনন্দ পাইতাম
কে হবে মেম্বার,
কে বা সরকার
আমরা কি তার খবরও লইতাম
হায়রে আমরা কি তার খবরও লইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম
করি যে ভাবনা
সেই দিন আর পাব নাহ
ছিল বাসনা সুখি হইতাম
দিন হইতে দিন
আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম….
Random Lyrics
- larry league - oops lyrics
- david phelps - i want to know what love is lyrics
- angel inn levi - "no feelings for them" lyrics
- rachael bowes and jay mcandrew - chunky chuck lyrics
- various artists - mist on the mountain lyrics
- turmion kätilöt feat. julma j - pimeyden morsian lyrics
- lindy conant feat. the circuit riders - lay it all down (whatever it takes) lyrics
- luan santana - eu, você, o mar e ela lyrics
- avion roe - sins & edicts lyrics
- shiki (tmns) - my kawaii imouto lyrics