swarobanjo - maa lyrics
মা- by: swarobanjo
মা, ওগো মা, তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা,
মা, আমার মা তুমি কোথায় গেলে ছেড়ে আমায় বলনা।
এইখানেই কাঁচের ভেতর বৃষ্টি জলে ভীষণ,
রোদ জানালায় আবছায়াতে কষ্ট বিভীষণ।
এইখানেই একলা দেয়াল একলা কত কথা,
রাত গহীনে বুকের ভেতর শুধু বিস্বাদ নীরবতা।
আমি জানি একলা আমি মা আর, তুমি তো জানলে না,
এক আঁচলেই ভুবন বাঁধা মা আমার মা।
মাগো মা, আমার মা তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা।
মা আমার মা, তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা।
এইখানেই শূণ্য আকাশ, শূণ্য শহর মা
হাজার মানুষ, হাজার গানে শূণ্য সহপাঠ।
এইখানেই ক্লান্ত দিনে, ক্লান্ত দিনের শেষ
চোখের কোনে অশ্রু ভীষণ, কান্না অনিমেষ।
আমি জানি একলা আমি আর, কেউতো জানেনা,
এক আঁচলেই আকাশ ভাসে, মা আমার মা।
এইখানেই জলের জীবন, জলেই মরুভূমি,
চাতক বুকে তেষ্টায় কাঁদে, কোথায় কোথায় তুমি।
এইখানেই শূণ্য গীটার, শূণ্য স্নেহের সুর
কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় কতদূর।
আমি জানি একলা আমি আর, কেউতো জানেনা
ঐ আকাশের তারার ভেতর তুমি আমার মা।
মাগো মা, আমার মা, তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা
মা আমার মা তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা।
Random Lyrics
- filipe carmet - teu amor lyrics
- 霜月はるか - 光ノ軌跡 lyrics
- jacob sartorius - bingo lyrics
- emma morrison - what about love lyrics
- onkel teddy & seine rocking boys - bier her, bier her oder ich fall um lyrics
- j-bankrollz - houdini lyrics
- zara leola - no to bully lyrics
- beatrice eli - careful lyrics
- indigo king - mystery/misery lyrics
- bunt. - gypsy heart lyrics