![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
t. w. shinik - tumi aamar ghum lyrics
t. w. shoinik- tumi amar ghum
তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
তুমি আমার খোলা আকাশ, কখনো সুর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা…
তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
তুমি আমার খোলা আকাশ, কখনো সুর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা…
আমি বৃষ্টি চায় অবিরত মেঘ, তবু সমুদ্র চোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা…
আমি বৃষ্টি চায় অবিরত মেঘ, তবু সমুদ্র চোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা…
তুমি আমার খোলা আকাশ কখনো সুর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানিনা
তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
তুমি আমার খোলা আকাশ, কখনো সুর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা
ভালবাসা জলের মত, দুহাত যেন ভরেনা
প্রিয় মুখ তারার মত, দুচোখে গোনা যায়না…
ভালবাসা জলের মত, দুহাত যেন ভরেনা
প্রিয় মুখ তারার মত, দুচোখে গোনা যায়না…
তুমি আমার খোলা আকাশ কখনো সুর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানিনা .
তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
তুমি আমার খোলা আকাশ, কখনো সুর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা
তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
তুমি আমার ঘুম, তবু…
তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
Random Lyrics
- morgan heritage - we are warriors (feat. bobby lee) lyrics
- corinne bailey rae - the skies will break lyrics
- new academics - the book of matches lyrics
- gigi hull - island fever lyrics
- dera siagian - selamat pagi lyrics
- chance the rapper - all we got lyrics
- flash mystic - go and get it (feat. king kidd) lyrics
- astronautalis - forest fire lyrics
- chelsea jade - colour sum lyrics
- versus the rest - i wanna lyrics