tahmid islam - the earth hour (chillhop lofi) lyrics
Loading...
নির্ঘুম রাত জাগি তোমায় ছাড়াই বাঁচি, তুমি হারাবেই, অজান্তেই তবুও আমি এখানেই আছি। বৃথাই হারানো তোমার অস্থিত আমার হাহাকার ধংস হয়ে আজও বাঁচি দেখো একাই আমি দুঃখ মুছি। দিগন্তে সূর আঁকি পথচারী হয়ে স্বপ্ন দেখি, সূর হারিয়েই, তোমাকে ছেড়েই আবছা আলোয় তোমায় দেখি কেনো আমার হৃদয় জড়তার পাইনা খোঁজ তোমার ঠিকানার কতোদিন এভাবে চলা বাকি অজানায় আজো তোমায় খুঁজি
Random Lyrics
- comete - e non ti penso più lyrics
- jet sebastian - i can't bring you back lyrics
- 77raze - nolackin lyrics
- culcha candela - erst der anfang lyrics
- gord bamford - two strangers in a bar lyrics
- azet & tayna - ti harro lyrics
- sam avry - spotlight lyrics
- florence - beibe lyrics
- paff (ph) - waiting lyrics
- mishko - kaleidoscopes lyrics