tahsan - angul lyrics
ও অভিমানি
রুপোলী জলের প্রভায় হৃদয়
আমার ভেতরে রাখতে
দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও
আমায় ছুঁয়ে থাকতে
সেখানে হঠাত্ মেঘের প্রপাত্
করলো আঁধার উল্লাস
কারনটা কি জানা হয়নি
সেই থেকে একা বসবাস
ও অভিমানি
এতো পিছুটান এত অভিমান
এখনও চোখের ভাষায়
এত অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবার ও তোমার ও আঙ্গুলে
আমার আঙ্গুল রাখবো
ফিরে এসে বলবে ও পাথর গলে
আছি তোমার তোমারই থাকবো
ও ও ওও ওওও ওও ও ও
দশমীর ভাঙ্গা চাঁদ
আবারও একসাথে দেখবো
শ্রাবনের ধারাতে
আবারও একসাথে ভিজবো
এত অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবার ও তোমার ও আঙ্গুলে
আমার আঙ্গুল রাখবো
ফিরে এসে বলবে ও পাথর গলে
আছি তোমার তোমারই থাকবো
রুপোলী সে জলের প্রভা
এখনও আমার এ মন
তুলনা করোনা
তুমি আগেও করতে যেমন
এত অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবার ও তোমার ও আঙ্গুলে
আমার আঙ্গুল রাখবো
ফিরে এসে বলবে ও পাথর গলে
আছি তোমার তোমারই থাকবো
ও ও ওও ওওও ওও ও ও
Random Lyrics
- liz (deu) - 100% lyrics
- dj jeff duran - the outlier lyrics
- эдда (edda) (rus) - русалка (mermaid) lyrics
- butchers harem - stomped out (demo 2016) lyrics
- hellboy.lust - jaded faded bladed up lyrics
- jaîsa (ger) - rescue me lyrics
- torwi - mein penis ist klein lyrics
- male tears - domin8 lyrics
- ocevne - drive by lyrics
- aaron dews - son of batman lyrics