![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
tahsan - brishti ele lyrics
Loading...
বৃষ্টি এলে, ভাবি তোমাকে
আজ এই বৃষ্টিতে খুব কাছে
এ যেন কল্পনা, প্রেমের আলপনা
আজ তুমি খুব কাছে
চাইলে কি দেবে অধরে সেই অধর?
পবিত্র এই প্রেম আমার উপহার
অন্তহীন স্পর্শের অলংকার
স্পর্শ করো, জড়িয়ে ধরো
তোমার প্রেমের চাদরে
মোমের আলো, প্রথম আলো
আজ তুমি খুব কাছে
চাইলে কি দেবে অধরে সেই অধর?
পবিত্র এই প্রেম আমার উপহার
অন্তহীন স্পর্শের অলংকার
চাইলে কি দেবে অধরে সেই অধর?
পবিত্র এই প্রেম আমার উপহার
অন্তহীন স্পর্শের অলংকার
Random Lyrics
- a$ap rocky - tropical lyrics
- 199v - too fast lyrics
- prince - katrina's paper dolls lyrics
- amancio prada - hijo del alba lyrics
- steve martin and the steep canyon rangers - nights in the lab lyrics
- haley reinhart - oh! darling lyrics
- los bukis - motivate lyrics
- dropdeadjagher - loving you lyrics
- empire cast - love me lyrics
- 安那 - 我無法懂得 lyrics