
tahsan - megher pore lyrics
Loading...
বুঝিনি এত টুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছ যে কত মায়াতে…
বুঝতে দাও নি কেন আমাকে
সাজিয়েছ যা হৃদয়ে
ছায়া হয়ে ছিলে পাশে
বল কি করে যাব তোমায় রেখে
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছ যে কত মায়াতে…
Random Lyrics
- reto - niepodniesione_słuchawki lyrics
- planbe - kolor lyrics
- drive, she said - i close my eyes lyrics
- นายสน - หัวใจมักง่าย lyrics
- josh man - make sense lyrics
- let the music play - stand up for love lyrics
- ygg - bad lyrics
- baro - this for you, fuck everybody lyrics
- di genius feat. jahmiel & konshens - evil friend lyrics
- ravyn lenae - last breath lyrics