tahsan - sosta khobh lyrics
ছন্দ তুমি ছন্নছাড়া
দুঃখ তুমি লক্ষ্মীছাড়া
শব্দ তুমি স্তব্ধ কেন
কান্না যখন বাঁধনহারা
অষ্টপ্রহর কষ্ট গুনে
খুনসুটিদের খায় যে ঘুণে
সুখগুলো তাই মুখ ঢেকে নেয়
বোধগুলো তাই দেয় না সাড়া
বোধগুলো হয় বন্ধু ছাড়া
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে
মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে
অলস জীবন যাপন
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে
মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে
অলস জীবন যাপন
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে
মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে
অলস জীবন যাপন
ছন্দ তুমি ছন্নছাড়া
দুঃখ তুমি লক্ষ্মীছাড়া
শব্দ তুমি স্তব্ধ কেন
কান্না যখন বাঁধনহারা
চার দেয়ালের বন্দি কোঠায়
স্বপ্নগুলো হাতড়ে বেড়ায়
ইচ্ছে করেই অন্ধ সেজে
অসুখে দিবস যাপন
সস্তা ক্ষোভ
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে
মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে
অলস জীবন যাপন
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে
মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে
অলস জীবন যাপন
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে
মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে
অলস জীবন যাপন
Random Lyrics
- moha la squale - basta na basta lyrics
- vnm - pa$ion lyrics
- mc paulin da capital - princípe do gueto lyrics
- giag700 - violenza freestyle lyrics
- awkward convos - desire lyrics
- asbestose - sumper lyrics
- one eskimo - hi, lo and in between lyrics
- allan.p - funukwenzan lyrics
- ella jane - muscle memory lyrics
- onsra - tek lyrics