![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
tahsan - tomar amar lyrics
Loading...
তোমার আমার টুকরো সুতোর বাঁধন
যেন জাদুর মত টানছে আমায়
আলতো করে বাঁধছে আমায়
ভাঙছে আমার সাধন
তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন
চোখের তারায় উষ্ণ বালিশ
তোমায় কেবল খুঁজে
ঝুম দুপুরে বৃষ্টি হলে
মেঘলা কেন সাজেঁ
তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো
তোমার হাতে স্বপ্ন মেখে
মেঘের ডানা চড়ে
স্বপ্ন দিয়ে তোমায় আঁকি
অভিমানের ঘোরে
তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো
তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন
Random Lyrics
- pritam & arijit singh - ae dil hai mushkil title track lyrics
- yoandri - dimelo (te quedas o te vas) lyrics
- they. - rather die lyrics
- solange knowles - junie lyrics
- famous dex - new wave lyrics
- chrome - static gravity lyrics
- sparrow and friends - two minutes lyrics
- jeremy riddle - glory to the lamb lyrics
- mc cunhado - o amor me mudou lyrics
- dji tafinha - amor é vida lyrics