![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
tahsan - tumi moy lyrics
কেউ বলেছিল, “ভালোবাসি”
সে ছিল নীল ছুঁয়ে রোদের হাসি
দিনগুলো ছিল স্বপ্ন যেমন
স্মৃতিগুলো আজও অবিনাশী
যতটা পেয়েছি, তার চেয়েও বেশী গভীরে-
হৃদয়ে আমার সব তুমিময়।
কত স্রোত ভেঙেছি, বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয়
বদলে হঠাৎ বিষাদে আকাশ
তবুও ও-চোখেই খুঁজি পিছুটান
তোমাকে নিয়ে হাজারো অভিলাষ
ছুটে যাওয়া তাই ভেঙে অভিমান
আর কিছুই চাইনি- যখন
তোমাকে পেয়েছে এ মন
যতটা পেয়েছি, তার চেয়েও বেশী গভীরে-হৃদয়ে আমার
সব তুমিময়।
কত স্রোত ভেঙেছি, বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয়
সেই চেনা পথ ধরে আগের মত
তোমাকে চাই আরো একবার
ভালো লাগা সময়গুলো এখনো
লেগে আছে দু’হাতে আমার
ভাবনার আকাশ জুড়ে
তোমায় পাওয়া পুরোটা সময়
যতটা পেয়েছি, তার চেয়েও বেশী গভীরে-হৃদয়ে আমার
সব তুমিময়।
কত স্রোত ভেঙেছি, বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয়
যতটা পেয়েছি, তার চেয়েও বেশী গভীরে-হৃদয়ে আমার
সব তুমিময়।
কত স্রোত ভেঙেছি, বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয়
Random Lyrics
- ashya - senyummu lyrics
- nissita francis - do it lyrics
- lucy dk - everybody says lyrics
- good charlotte - makeshift love lyrics
- lasse lindh - because i lyrics
- simply the best - smile lyrics
- emerson lake palmer - the endless enigma - emerson, lake & palmer lyrics
- guf - на связи (скит) lyrics
- eminem - when i'm gone lyrics
- sam smith - omen (acoustic) lyrics