tahsan & mithila - chile amar lyrics
Loading...
ছিলে আমার স্বপ্নে তুমি
আজ কেন বহুদূর
অনুভবে ভেসে আসে,
সেই চেনা প্রিয়ও সুর ।
কাছে যেতেও সংশয়,
দূরে থাকতেও লাগে ভয়,
এলোমেলো লাগে সবই ।
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন.
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন…
রাত্রি গুলো দীর্ঘ হয়
বিষণ্ণ ভাবনাতে,
চাঁদটা যেন লুকিয়ে রয়,
বিবর্ণ জোছনাতে ।
কাছে যেতেও সংশয়,
দূরে থাকতেও লাগে ভয়,
এলোমেলো হয়ে আমি ।
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন…
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন…
সৃৃতিগুলো মুছে যায়
অচেনা কুয়াশাতে,
সময় যেন জড়াতে চায়
জলহীন বরষাতে ।
কাছে যেতেও সংশয়,
দূরে থাকতেও লাগে ভয়,
এলোমেলো হয়ে আমি ।
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন.
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন…
Random Lyrics
- history in the making - ain't she lyrics
- jj heller - father-daughter dance (feat. matt hammitt) lyrics
- zefanio - laatste keer lyrics
- camzino - grounded (verse) lyrics
- 2pm - never lyrics
- danien & theø - honey lyrics
- drugrixh peso - vlone lyrics
- raíssa barboza - sem nada esperar lyrics
- ogün sanlısoy - sonra git lyrics
- donté - suburban lie lyrics