![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
tahsan & moutusi islam - brishti chuye lyrics
Loading...
একি সে অধরে ছোঁয়া পড়েছে,
তাই তো এই মন মৃদু হেসেছে,
একি সে চোখেতে ধরা পড়েছে,
তাই তো এই ক্ষণ আজ মেতেছে,
তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া,
বৃষ্টি ছুয়ে,
আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ,
একি সাথে সাথে ভিজেছে, (২)
রিমঝিম বারিষে যায়নি জানা,
কি করে ইচ্ছেরা মেললো ডানা, (২)
তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া,
বৃষ্টি ছুয়ে,
আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ,
একি সাথে সাথে ভিজেছে, (২)
প্রেম সে কি কয় কথা রাত্রি দুপুর,
থেকে থেকে সুর তোলে আমার নুপুর,
প্রেম সে কি কয় কথা রাত্রি দুপুর,
থেকে থেকে সুর তোলে তোমার নুপুর,
তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া,
বৃষ্টি ছুয়ে,
আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ,
একি সাথে সাথে ভিজেছে ।। (২)
Random Lyrics
- cigarettes after sex - k. lyrics
- meyti (мэйти) - мангуст (mangust) lyrics
- vaults - one day i'll fly away lyrics
- hugo toxxx - nemůžeš koupit lyrics
- bibak feat. t dey - sar dar gom lyrics
- laís oliveira - mexendo o bumbum lyrics
- mc don juan - então joga lyrics
- やなぎなぎ - ターミナル lyrics
- efek rumah kaca - cinta melulu lyrics
- sofia ribeiro - havemos de ir a viana lyrics