tahsan & puja - onuvobe tumi lyrics
Loading...
কত রাত হলো, সকাল দেখি না
তোমার হাতে ঐ হাত রাখি না
কত রাত গেল জোছনা মাখি না
এ হৃদয়ে জুড়ে রাখি না
অনুভবে তুমি তবু মিশে যে আছ
এ কী গভীর মায়ায়, তোমারই ছায়ায়
সারাটি জীবন বুঝি কেটে যাবে
তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়
তুমি আসবে না, জানি আসবে না!
যতই ভাবি ভাসাব হৃদয়
জোছনা মাখা ছবি
তোমারই মাঝে জমে আমি রই
একাকী গভীর রাতে
অনুভবে তুমি তবু মিশে যে আছ
এ কী গভীর মায়ায়, তোমারই ছায়ায়
সারাটি জীবন বুঝি কেটে যাবে
তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়
তুমি আসবে না, জানি আসবে না!
মনের প্রতিটা ভাঁজে ভাঁজে
আজও তোমার ছবিটা আঁকা
খুব যতনে রাত্রি এ চোখে নামায় বর্ষা
অনুভবে তুমি তবু মিশে যে আছ
এ কী গভীর মায়ায়, তোমারই ছায়ায়
সারাটি জীবন বুঝি কেটে যাবে
তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়
তুমি আসবে না, জানি আসবে না!
Random Lyrics
- genetikk - tote präsidenten lyrics
- camp cope - keep growing lyrics
- sutherland brothers & quiver - the prisoner lyrics
- nader shah - ora no lyrics
- badxchannels - same thing every day lyrics
- true - divine spell lyrics
- olexesh - hundeblick lyrics
- sean auguste - god(complex) lyrics
- ceeingee - angel lyrics
- savoy & bright lights - the wolf lyrics