tahseenation feat. rumman chowdhury - bondhu koi gela lyrics
Loading...
বন্ধু কই গেলা, কই গেলারে
ও বন্ধু কই গেলা, কই গেলারে
বন্ধু কই গেলা, কই গেলারে
ও বন্ধু কই গেলা, কই গেলারে
বন্ধু তুমি আসবে বলে
বন্ধু তুমি আইলা না
তোমার জন্য এই বুক ধড়ফড়
বন্ধু তুমি বুঝলা না
বন্ধু তুমি আসবে বলে
বন্ধু তুমি আইলা না
তোমার জন্য এই মন কান্দে
বন্ধু তুমি চিনলা না
বন্ধু কই গেলা, কই গেলারে
ও বন্ধু কই গেলা, কই গেলারে
ও বন্ধু কই গেলা, কই গেলারে
ও বন্ধু কই গেলা, কই গেলারে
জীবন আমি তোমার জন্য দিলাম পুরোই শোপে
তুমি বন্ধু আইলা না আর মারলা কোপে কোপে
জীবন আমি তোমার জন্য দিলাম পুরোই শোপে
তুমি বন্ধু চাইনিস কুড়াল মারলে কোপে কোপে
বন্ধু কই গেলা, কই গেলারে
ও বন্ধু কই গেলা, কই গেলারে
ও বন্ধু কই গেলা, কই গেলারে
ও বন্ধু কই গেলা, কই গেলারে
Random Lyrics
- ilham ansari - dunia menggoda lyrics
- amy blaschke - over and over you lyrics
- charlotte lawrence - seventeen lyrics
- ryan roy - amor prohibido lyrics
- matt corman - way back lyrics
- luis dh - comeback lyrics
- onerepublic - truth to power* lyrics
- cass - don't look down lyrics
- sixfeet - riadó lyrics
- keny arkana - la vérité fait mal lyrics