azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

talat mahmood - ruper oi pradip jwele lyrics

Loading...

রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে এবার
মনের ঐ এত মধু কেন জমেছে

যদি কেউ না থাকে নেবার

রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার

ও নূপুর না বাজালে কারো বাঁশিতে
ও হাসি না মেশালে কারো হাসিতে

ও নূপুর না বাজালে কারো বাঁশিতে
ও হাসি না মেশালে কারো হাসিতে

তোমার ঐ সোনার ফাগুন কী দাম পাবে
তোমার ঐ সোনার ফাগুন কী দাম পাবে
যদি কেউ না থাকে দেবার

রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে এবার
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার

রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার

এ জীবন না জড়ালে কারো জীবনে
এ স্বপন না ছড়ালে কারো স্বপনে

এ জীবন না জড়ালে কারো জীবনে
এ স্বপন না ছড়ালে কারো স্বপনে
রঙিন ঐ দিনগুলি কী এমন রবে
রঙিন ঐ দিনগুলি কী এমন রবে
সাড়া কেউ দিবে না যে আর
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে এবার
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার



Random Lyrics

HOT LYRICS

Loading...