tamal hadiul - boshonto eshe geche lyrics
Loading...
বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে
বসন্ত এসে গেছে ।
থাক তব ভুবনের, ধুলি মাখা চরণে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে।
বসন্ত এসে গেছে।
পলাশের নেশা মাখি চলেছি দুজনে
বাসনার রঙ+এ মিশি শ্যামলে+স্বপনে
কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান
বসন্ত এসে গেছে ।
বসন্ত এসে গেছে।
মধুরও অমৃত বাণী
বেলা গেল সহজেই
মরমে উঠিলো বাজি
বসন্ত এসে গেছে।
পূর্নিমা রাতে ওই ছোটাছুটি করে কারা
দখিনা পবনে দোলে
বসন্ত এসে গেছে।
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
Random Lyrics
- youngohm - how i like pt. 2 lyrics
- iamnoclue - painkiller lyrics
- tomasz dobry gracz - pasport lyrics
- zévitor - banco de areia lyrics
- flansie - booted up lyrics
- sid shyne - cyberlove 333 lyrics
- intelligence (br) - saudades de você lyrics
- joseph june - vacuum lyrics
- brett kissel - starts and ends lyrics
- 4n way - no kizzy lyrics