![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
tandav music - megher opare lyrics
Loading...
ভাবনা গুলো সব এলোমেলো
ইচ্ছে ছুটতে চায়
অশ্রুজলে ভেজা চোখ দুটো
খুঁজে পেতে চায় তোমায়
বসে আছি আমি
আজ তোমার অপেক্ষায়
ফিরে যাই বারবার
আমি তোমার ঠিকানায়
হেঁটেছি আমি ভেজা মেঠো পথে
নেই তুমি আজ আমার সাথে
শহরের এই ব্যস্ত ভিড়ে
আসবে কি তুমি আবার ফিরে?
ফিরে আসবে কি?
ফিরে আসবে তো?
ফিরে আসবে কি?
ফিরে আসবে তো?
জানিনা
দেখা হবে কি
হতেও পারে
মেঘের ওপারে
ভাবনা গুলো সব এলোমেলো
ইচ্ছে ছুটতে চায়
অশ্রুজলে ভেজা চোখ দুটো
খুঁজে পেতে চায় তোমায়
হেঁটেছি আমি ভেজা মেঠো পথে
নেই তুমি আজ আমার সাথে
শহরের এই ব্যস্ত ভিড়ে
আসবে কি তুমি আবার ফিরে?
ফিরে আসবে কি?
ফিরে আসবে তো?
ফিরে আসবে কি?
ফিরে আসবে তো?
Random Lyrics
- curren$y - cook up lyrics
- tarek & zenci - canada lyrics
- lumière - mai lyrics
- the jungle giants - charge my phone lyrics
- dj akoza - self destruct mode lyrics
- luigi (pl) - wyspa słodowa lyrics
- lilcj kasino - whitney & bobby lyrics
- aasim - radio skit lyrics
- afgoblin - real as it gets lyrics
- grim r - became lyrics