tanim mahmud - chhour oshukh lyrics
অনেক বৃষ্টি ঝরেছে জীবনে
তুমি ছিলে রোদেলা স্বপনে,
ছিলে আখির কোনায়, ছিলে জলের কোনায় …
অনেক বৃষ্টি ঝরেছে জীবনে
তুমি ছিলে একেলা গোপনে,
ছিলে মেঘের ভেলায়, ছিলে মনের খেলায় ।
পথের গল্প রয়েছে না বলা
তুমি এলেনা, আমি যে উতলা
এলে ঘুমের ডানায়, এলে কানায় কানায়,
আমার মনের পথ মাড়িয়ে ।
আমি পারতাম, তবু ছুঁইনি তোমার ওই মুখ,
যদি না ভরে এই বুক, না কমে ছোঁয়ার অসুখ । – [ ২ বার ]
হাজার স্বপ্ন ফুটেছে এবেলা
আমি দেখি একাকী একেলা,
দেখি একার আকাশ, দেখি বেকার বাতাস ।
হাজার প্রশ্ন মেলেনি জবাবে
কথা বলি নিয়মে স্বভাবে
বলি গোপন ভাষায়, বলি মিথ্যে আশায় ।
আমি পারতাম, তবু ছুঁইনি তোমার ওই মুখ
যদি না ভরে এই বুক, না কমে ছোঁয়ার অসুখ । – [ ২ বার ]
তোমার দৃশ্য রেখেছি দু’চোখে
তুমি রয়েছো আঁধারে আলোকে
আছো দুরের তারায়, জলের ধারায় ।
আমার নদীর স্রোত জরিয়ে । – [ ৩ বার ]
আমি পারতাম, তবু ছুঁইনি তোমার ওই মুখ
যদি না ভরে এই বুক, না কমে ছোঁয়ার অসুখ । – [ ২ বার ]
Random Lyrics
- still time - the girl i've always loved lyrics
- mike stud - shine on em lyrics
- alban ramosaj - a me do lyrics
- jeezy - bout that (feat. lil wayne) lyrics
- taylor armstrong - great heights lyrics
- vald - la réussite lyrics
- lil envy - understand this lyrics
- matt hunter feat. schuster - te necesito lyrics
- gradur - maman lyrics
- cortesiadacasa - só por essa noite lyrics