
tanjib sarowar - bheja bheja chokh lyrics
Loading...
তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে।
ভিজলো দু-চোখের পাতা
জানলো না… তো লোকে।
ও… তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে,
ভিজলো দু-চোখের পাতা,
জানলো না… তো লোকে।
ভেজা ভেজা চোখ আমি, রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে, কি করে তা লুকাবো?
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো?
তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে।
ভিজলো দু-চোখের পাতা
জানলো না… তো লোকে।
তোমার ভালো হোক,
তুমি সুখে থাকো।
কিছুই চাইনা আমি,
মনে রাখো বা না রাখো। – [ ২ বার ]
আমি একলা ভালোবেসেই যাবো,
পথো চেয়ে হায় শুধু বসেই রবো।
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো।
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো।
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো।
Random Lyrics
- bea miller - girlfriend lyrics
- jain - alright lyrics
- jessica ann - open up your heart lyrics
- don ryan - corner lyrics
- zara larsson - can't hold back lyrics
- clairo - how (demo) lyrics
- ghetto minds at play - one lyrics
- chelsea wolfe - our work was good lyrics
- pacificadores - dá nada lyrics
- major lazer - wave lyrics