tanjib sarowar - gaa chuye bol (romantic version) lyrics
Loading...
গোটা পৃথিবীতে খুঁজো
আমার মতো কে তোমারে এতো ভালোবাসে।
এই মনের ঘরে এসো
এই বুকেরই বাঁ+পাশেতে তোমার নামই জপে।
একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে
তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে ?
এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আছে বলো
এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আর আছে বলো।।
পাল ছাড়া নাওয়ের বুকে
ঢেউয়ে ঢেউয়ে খেলা করে
আকাশটাও দেখে মোদের খুনসুটি।
পাহাড়ের দেউরিতে ভালোবাসা লেগে আছে
কেমন করে বুকের মাঝে তোমায় পুষি।
আলিঙ্গনে ভালোবাসার মোহো জেগে ওঠে
সেই মোহতে ডুবলে পরে পাইনা তীর খুঁজে।
এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আছে বলো
এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আর আছে বলো।।
Random Lyrics
- roa (rocking doll) - signal lyrics
- сумрак (twilight) feat. hesher - ninshu lyrics
- adam stopyra - life is a highway lyrics
- dani sylvia - orange skies lyrics
- bh (bryce hawley) - red blue and green lights (bh “bike ride” edit) lyrics
- creepa (uk) - storyteller lyrics
- trapkidtrapplu archive - важный трек (vazhny track) lyrics
- richard wright - pink's song (2023 remix) lyrics
- серёга (seryoga) & ввж (vvzh) - рэп vs. спид (rap vs. aids) lyrics
- ruben rada - terapia de murga lyrics