
tanjib sarowar & shoma - meghomilon lyrics
Loading...
শীতল বাতাসে, দেখেছি তোমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজি রাতে ।।
বৃষ্টি তো থেমেছে অনেক আগেই
ভিজেছি আমি একাই
আসতো যদি বিভীষিকা
খুঁজেও পেতেনা আমায়।
মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজি রাতে রাতে রাতে ।
ঝুমঝুম পাতালি হাওয়ার সাথে
খুঁজেছি শুধুই তোমায়
পেছাতে পারেনি ঝড়ো হাওয়া
খুঁজেই নিয়েছি তোমায়
ভুলে গিয়েছি মন শত অভিমান
মন চায় তোমায় কাছে পেতে
শীতল বাতাসে, দেখেছি তোমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজি রাতে রাতে রাতে
Random Lyrics
- gidi gov- גידי גוב - shlal sharav - שלל שרב lyrics
- sergej ćetković - samo me zagrli lyrics
- china anne mcclain - this christmas lyrics
- masc - 낯설어 strange lyrics
- fetty wap - zoovier [tracklist + album art] lyrics
- kushka loud - big blind lyrics
- larry & his flask - so long lyrics
- late night coffee - aku cemburu lyrics
- trey xl - type lyrics
- kool savas feat. pa sports, gentleman & vega - on & on lyrics