
tanvir-63 - bankural lyrics
[ verse 1 ]
এই দেশে বালার বালা সবাই বালা খারপ খালি আমি
বায়ে করে কাবজাব , আর কেরফায় পরি আমি
যেই যেইডা নিন্দায় খোদায় হেইডাই হেরে পিন্দায়, সময় মতন আপন মানষেই সবার আগে বিন্দায়
কেউ দুখ চায় না হগল সুখের দেহা চায়
হপায় হায়াতেরতে বেশি মাইনষে টেকা চায়
বিপদে পড়লে মাইনষের আসল রূপ দেহা যায়
কিসমতে কার কি আছে আগেরতেই লেহা চায়
বাঙালির জবানের নাই ঠিক সবাই লারে খালি ঠোট
দাদায় দুই দিনের খাতির কইরা দেয় ৩ দিনের দিন চোট
দুনিয়ার মায়াজালে বেজ্জ্বত আগে এই জালেরতে ছোট
মূল্যবোধ পারেনা যেই কাম ওই কাম পারে বোবানোট
ফকিরের কেরামতি বাইরা যায় গা ঝড়ে মাইরা বক
আর হিড়াল খাইতারে না দেইখা কয় আঙ্গুর ফল টক
হগোলডি দেখতে ওইলো বালা কিন্তু মনের ভিতরে প্যাস
ওইলো জেনুইনলি পশু মাগার দরে মানুষের বেশ (বেশ)
[ chorus ]
বানকুড়াল …. মরণপঙ্কি মারছে উড়াল
বেশি ফালাফালি করলে নগদ পিঠে কুড়াল
বানকুরাল …. পগেড বর্তি হগল ঠোলার
অন্দরমহল মাইরা টহল , করে সন্ধান ঘোলার
বানকুড়াল …. মরণপঙ্কি মারছে উড়াল
বেশি ফালাফালি করলে নগদ পিঠে কুড়াল
বানকুরাল …. পগেড বর্তি হগল ঠোলার
অন্দরমহল মাইরা টহল , করে সন্ধান ঘোলার
[ verse 2 ]
যার মনে শয়তানি যদ্দুর হেয় ডাব্বোও ওদ্দুর
মোল্লার দৌড় মসজিদ তরি , যায় দেহি কদ্দুর
কি জিতমু তরতে বাজান তুই দেহি ফত্তুর
লগেরডির কতা কস আগেরতেই লতুর
কানা রাইতে বইয়া.. কানায় ! আন্দা গুন্দি বানায়
সাপুরী… কি? বিন বাঁশি না বুইজ্জাই পানায়
আসামি ওয় চাইর মামলার ওরে পাডা থানায়
সাপের কুদ্দুর বিষ বুজন যায় সাপের ফানায়
তোগো দেহাইন্না খাত্তিল সবগিলি বাত্তিল
বাডি বইরা দিলে ওয়না লাগে পুরা পাত্তিল
৫পাও দেইক্কালাইছে হাত্তির হালায় দুসমোন ওইলো জাতির
বেশি জলছে দেইক্কা !! ভোলটেছ কোইম্মা গেছে বাত্তির
এহন সুরে ডাকে কাকে , বাও মতন থাকে
সুযোগ বিচ্চায়া নাই লাভ তুমরা যাও সোবডি ফাকে
হিয়াল কুত্তা গুরে ঝকে , বাঘে একলাই কিন্তু থাকে
ফইরা…… । আনটাছে দিস না ডিল্লা মধু বোল্লার চাকে
[ chorus ]
বানকুড়াল …. মরণপঙ্কি মারছে উড়াল
বেশি ফালাফালি করলে নগদ পিঠে কুড়াল
বানকুরাল…. পগেড বর্তি হগল ঠোলার
অন্দরমহল মাইরা টহল , করে সন্ধান ঘোলার
বানকুড়াল …. মরণপঙ্কি মারছে উড়াল
বেশি ফালাফালি করলে নগদ পিঠে কুড়াল
বানকুরাল …. পগেড বর্তি হগল ঠোলার
অন্দরমহল মাইরা টহল , করে সন্ধান ঘোলার
[ verse 3 ]
গাছের বড় ওইছে গাইচ্ছা , গভীর জলের মাইচ্ছা
ওডায়া লাইছে দারি মোছ অল্প বয়সে চাইচ্ছা
ফাও পাইলেই কাইচ্ছা , বিছনাপাত্তি লাইচ্ছা
তিন রাস্তার মোড়ে নাইচ্ছা ৫০টেয়ায় বাইচ্ছা
হেডার ভিতরে বিন্দলে টেডা বুঝবি টেডার কত গাই
তোর লগে কোনটেস অইবো কি তুই তো বাড়ি চোঢেই
নাই পাও রাকছে বাপের জুতায় হোপ্পায় শয়তানে গুতায়
শোইলে নাইক্কা জোর হের পরও ঠেলতাছে লোটায়
বান্দায় ওইতে গেছে ঘাতক, মাগার ওঈয়া গেছে আটক
…………………………
জবানদা উচিত কতা কই দেইক্কা যায়…. সবার জোইল্লা
বিতিকিচ্ছার উপরে শহর যাইতাছে চোইল্লা ..
বুইল্লা যায় সব যদিও খাওয়াইয়া দেয় ডোইল্লা
তাপ লোইতে পারবো না হিডেয় জাইবো গোইল্লা
লাভ নাইক্কা ঘুডি চাইল্লা , জওদ্দুর পারছ গাইল্লা
সিংহের একটা গর্জন পুরা জঙ্গল হুদ্দা খাইল্লা
Random Lyrics
- beanie sigel - creep low (jim jones diss) lyrics
- redimi2 - no mas muerte lyrics
- re-x (italy) - red vampire lyrics
- spijbelaar - lach lyrics
- pantera blue - anticuada lyrics
- kanuraichik - kozime qara lyrics
- fifth ave jay - letter to snook /replay lyrics
- bedhead (rapper) - llgq lyrics
- martina serreqi - nëse qaj lyrics
- djonga - ainda lyrics