
tanya sen - samoy (female vocals) lyrics
যাচ্ছে বদলে যাচ্ছে আমার শহর
কত চেনা চেনা হয়ে যাচ্ছে অচেনা
তাই ফুরিয়ে যেতে হবে আমাদেরও
সব কিছু আছে সময় সীমা
তাই অনেক যন্ত্রণাও যাবে ফুরিয়ে একদিন
কত ভারাক্রান্ত মন যাবে জুড়িয়ে একদিন
কেউ হঠাৎ শান্তি খুজে পাবে কুড়িয়ে একদিন
সময়
সময়
যাবো হারিয়ে আমরা সবাই যাবো জানি
তবু হারিয়ে যেতে ভয় কেবল ভয়
যতই আঁকড়ে থাকি আমার সময়
হাতের মুঠো খুলে দিতে হয়…
তাই অনেক মিথ্যে কথাও যাবে ফুরিয়ে একদিন
অনেক দিনের ব্যথা যাবে হারিয়ে একদিন
কত রাগ-অহংকার যাবে গুড়িয়ে একদিন
সময়
ওহ সময়
ইয়েহ…
যাবো হারিয়ে আমরা সবাই যাবো জানি
তবু হারিয়ে যেতে ভয় কেবল ভয়…
তাই অনেক মিথ্যে কথাও যাবে ফুরিয়ে একদিন
সময়
সময়
সময় এহেইএ… সময়
তাই অনেক মিথ্যে কথা যাবে ফুরিয়ে একদিন
অনেক দিনের ব্যথা যাবে হারিয়ে একদিন
কত রাগ-অহংকার যাবে গুড়িয়ে একদিন
তাই অনেক অনেক ভয় যাবে হারিয়ে একদিন
সোজা কথা বলবে না কেউ ঘুরিয়ে একদিন
সংকীর্ণতাও যাবে যাবে গুড়িয়ে একদিন
সময়
সময়
Random Lyrics
- foxing - nearer my god (french) lyrics
- claris - recall lyrics
- nathaniel rateliff & the night sweats - shake lyrics
- taco hemingway - wszystko na niby lyrics
- meir ariel feat. .wav - מזכרת למאוננים lyrics
- dream5 - ready go!! lyrics
- bbahn - 우린 딱 일거야 lyrics
- lauren daigle - you say lyrics
- fourtwnty - nyanyian surau lyrics
- moonccat - le magasin des suicides lyrics