tapas ray - adhek ghume nayan chume lyrics
Loading...
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়॥
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু-
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু-
বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়॥
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা,
সুদূর কোন্ স্মরণপটে জাগিল মরীচিকা।
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে-
কপোত ডাকে মধুকশাখে বিজন বেদনায়॥
Random Lyrics
- german error message - i am trying lyrics
- asap 1nternals - olaves (is nasty) lyrics
- mahesa - gandrung (feat. vita alvia) lyrics
- bobby bazini - strangers lyrics
- jordan frolini - siempre serás lyrics
- kenza farah - mon ange 2.0 lyrics
- acero - lárgate de aquí lyrics
- dani russo - a melhor do baile lyrics
- fetty wap - like a star (feat. nicki minaj) lyrics
- the funeral portrait - save yourself lyrics