azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

tasbir wolvez & barney sku - janbena keo lyrics

Loading...

[verse1 : barney sku]
শুনে যাও, শুনে যাও
গানে গানে তোমার, তোমারই নাম (আমারই হও)
দেবো না কারো কাছে
তুমি তো গোপনার্থে

[pre+chorus: barney sku]
বলো কী হবে?
তোমাকে নিয়ে কাব্য লিখেছি
তবু কেন সরে যাও?
বলবে কি কখনো, ” (আমি) তোমার অপেক্ষায়!”

[chorus: barney sku]
জানবে না কেউ (না, না, না)
তোমার হতে (যদি হতে)
তোমার দেখা পাই
কল্পনাতে, বাস্তবেও চাই
জানবে না কেউ (না, না, না)
তোমার হতে (যদি হতে)
তোমার দেখা পাই
কল্পনাতে, বাস্তবেও চাই

[verse 2 : barney sku]
তোমার চোখে দেখেছি অমি আমার স্বপ্ন
সত্য+মিথ্যে মিলিয়ে বলো
আমায় মিষ্টি কথা
[pre+chorus: barney sku]
বলো কী হবে?
তোমাকে নিয়ে কাব্য লিখেছি
তবু কেন সরে যাও?
বলবে কি কখনো “(আমি) তোমার অপেক্ষায়!”

[chorus: barney sku]
জানবে না কেউ (না, না, না)
তোমার হতে (যদি হতে)
তোমার দেখা পাই
কল্পনাতে, বাস্তবেও চাই
জানবে না কেউ (না, না, না)
তোমার হতে (যদি হতে)
তোমার দেখা পাই
কল্পনাতে, বাস্তবেও চাই



Random Lyrics

HOT LYRICS

Loading...