![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
tasbir wolvez & faahun - ador lyrics
Loading...
যদি ভুলেও মনে পড়ে
ফিরে ডেকোনা আবার
এতটাই ভালোবাসি
ধীরে কাছে যাবো আবার
তুমি কার?
তুমি তার
তুমি তার হয়ে থেকো
সূর্যটা
ডোবার
সময় তার সাথে দেখো
তাকে বলো তোমায় আপন করে নিতে
আমার অনুপস্থিতিতে
তবে সে কি পারে, আমার মতো করে
তোমাকে আজ, আদর দিতে
আদর, আদর, আদর আ+ দিতে
আদর, আদর, আদর আ+ দিতে
আদর দিতে বলো তাকে
কতোবার যে আর গাইবো?
তোমায় নিয়ে লেখা গান
তুমি কি আমায় আজ শুনতে পারছোনা?
দেখছোনা বোধহয় আমার ডাকা জোছনা
হাটচোনা বোধহয় আমার আঁকা আলপনার
ওপরে
তবে দু একবার সুযোগটা যদি দাও কখনো
ফিরবেনা গাইবো না তোমার পছন্দ ছন্দ
তাকে বলো তোমায় আপন করে নিতে
আমার অনুপস্থিতিতে
তবে সে কি পারে, আমার মতো করে
তোমাকে আজ, আদর দিতে
আদর, আদর, আদর আ+ দিতে
আদর, আদর, আদর আ+ দিতে
আদর দিতে বলো তাকে
Random Lyrics
- spin doctors - sweetest portion lyrics
- unknown artist - die große remigration lyrics
- l.t (swe) - busy boy lyrics
- left turn (좌회전) - 너의 모든걸 (all of you) lyrics
- nosgov - 17 years lyrics
- malie donn - starlife lyrics
- le vibrazioni - apri gli occhi lyrics
- rys marion - déjà-vu (epilogue) lyrics
- paris hilton & sia - if the earth is spinning lyrics
- nikko - word is bond lyrics