tasnif - utshorgo lyrics
আমার সবটুকু বিশ্বাস
যে দিয়েছে ভেঙ্গে
তাকে কৃতজ্ঞতা জানাই
সে দিয়েছে আমার
অন্ধ চোখে আলো
যার বিশালতার মাঝে
আমি একটুকু পাই নি ঠাঁই
তাকে কৃতজ্ঞতা জানাই
সে যে দিয়েছে আমায়
মহাশূন্যে আশ্রয়
আমার সব অপূর্ণতাই যেন হয়
আমার শূন্য পথের প্রতি
শ্রেয়তম আশীর্বাদ
যখন স্বর্গদ্বারে একা
দাঁড়াবো তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা তাকে করে, অনুতপ্ত
জানি, তখনও সে আমার
হবে না তবুও
এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত
আজ কোনো অনুভূতির
গভীরে যেতে চাই না আর কখনো
যেখানে
নিঃশব্দ কান্নায় স্বরচিত হয়
একান্ত শোক।
যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি
নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর, আর
যন্ত্রণার শিবিরে যে অবাদ্ধ কান্না দেয়
নির্ভুল সুরের জন্ম
তাকে আমার কাব্যে মেশাই
যেন হয় এক বিশুদ্ধ গান
আমার এই গানই আজ উৎসর্গ হোক
তার প্রতি আমার তীব্র ঘৃণা
তবু স্বর্গদ্বারে একা
থাকব তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত
জানি তখনও কিছুই আমার
হবে না তবুও
এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিপূর্ণ
Random Lyrics
- heartattack diner - sitting around lyrics
- jhoandy music - mi cama lyrics
- lv duet - северная (severnaya) lyrics
- mooncler & rafilù - tt ngrippat lyrics
- cibii - el bxva lyrics
- lil mariko - disgusting (death tour remix) lyrics
- venerus - faresti lo stesso lyrics
- jung - something beautiful lyrics
- dim gray - ráth lyrics
- jayda g - when she dance lyrics