taurra safa - israeled lyrics
[intro]
হাহা, এই মাতাল (yo, boy)
এই, কৈয়ের তেলে কৈ
চালু কড়া ভাঁজ মাছটা
ঘেরান না ভাই কাইস্টা
ভুঁড়ি ফালা খাইস্টা
চাছুম যেমনে বিষ্ঠা
sir+এর ছাত্রী নষ্টা
nostalgic, yo, pick, pick
yo, pick, pick
[chorus]
তাউরায় কয়, “লোকাল”
তাউরায় কয়, “জালালি”
পাকা+পাকা, চিকি+চিকি
কার মা+বইনগো তুই গাইল্লাইলি?
নিজেই ভায়া উনাগোরে নিলামে উঠাইলি
তাউরায় কয়, “ধুয়াধার, ধুয়াধার”
রুহ ধার ধুম+ধারাক্কা, আল্লাহ হক ফারাক্কা
খিঁচ খা, আষাঢ়ের কিচ্ছা, যাই কস সব মিথ্যা
ছুরি+চাপাতি লইয়া আইতি যাই আছে ধইঞ্চা
ভমকায় দিমু mc সস্তা
[verse 1]
বাংলিশ সব চাপলিশে
ভাতুরি জনগনে ভিত্তে লিসে
ঘেডিস fitting দিসে
তাউরায় ২০০৮+এর তে খাঁটি বাংলা beat সহ হুনাইতেসে
কয়ডা পাশের কিছু পিছের ডিগবাজি দিসে
কইসে, “কিরমি হইসে” দেখতে মিরকি লাগসে
scene+এ পিঁপড়ায় plane চালায়
pilot+এ ঝালায়, কুষ্টিয়ার কালাই
খাজা, মলাই, মাওলা সাঁই, সাঁই
আউলিয়া, এ দাও লিয়া
উসসাই আগের ভাও লিয়া
কাহাব্বত, মোহাব্বতে ভায়া ঢাকার চান রাইতে
কসাইটুলির পট্টি+পাট্টি এক হাত ভিত্তে আধ হাত ভিত্তে
তুই পাইবি ঠাণ্ডা মাথায় নকল কইরা হিগতে হিগতে
বাকিতে ফাঁক্কি, মাক্ষি, ছাঁকনিতে সুরকি, মাস্তিতে ধাক্কি
তর আমার ইয়ার্কি, চিপা গলির মগারতে ঘুরাইসি তর চরকি
ক, চাস আরকি?
[chorus]
তাউরায় কয়, “লোকাল”
তাউরায় কয়, “জালালি”
পাকা+পাকা, চিকি+চিকি
কার মা+বইনগো তুই গাইল্লাইলি?
নিজেই ভায়া উনাগোরে নিলামে উঠাইলি
তাউরায় কয়, “ধুয়াধার, ধুয়াধার”
রুহ ধার ধুম+ধারাক্কা, আল্লাহ হক ফারাক্কা
খিঁচ খা, আষাঢ়ের কিচ্ছা, যাই কস সব মিথ্যা
ছুরি+চাপাতি লইয়া আইতি যাই আছে ধইঞ্চা
ভমকায় দিমু mc সস্তা
[verse 2]
খানকার পোলা বিটায় ঘুঘু চড়ায়
তাউরার তে dose লয়া master+এ class চালায় (কড়া)
ধাম্মাদার, ভেড়াপাড়, মাসমালাং সিলসিলায়
দেওয়ান গান গাইবি ভায়া গুণগান
মূল্যবান, सुनसान, सन्नाटा, ডামাডোল
পিটায় ফাটাস নিজের ঢোল
খোমা দেহা মুখোশ খুল
অকাল্পক্ক ফল তুই বেক্কল
আর তরে আক্কেল সেলামি
তর কুফরি+কালামি
যাই হুনোস টোকাস, মিলাস ঝাওয়ালি
ফাও ফাও আনি আমি বেনামি ভাওতামি
দিন+রাত হাত্রাইনি
বাম কাঁন্ধের উপ্রেরতে মাথার ওইডারে বাইরায়া নামাই
লাড়া ডরাইনি? কুরবানি!
তর বাপের লগে গ্যাজায়া তর বাপরে ডাকতাম, “জালালি”
অনুমতি নিয়া, জিগায়া তুই নাম রাখসোস “জালালি”
[chorus]
তাউরায় কয়, “লোকাল”
তাউরায় কয়, “জালালি”
পাকা+পাকা, চিকি+চিকি
কার মা+বইনগো তুই গাইল্লাইলি?
নিজেই ভায়া উনাগোরে নিলামে উঠাইলি
তাউরায় কয়, “ধুয়াধার, ধুয়াধার”
রুহ ধার ধুম+ধারাক্কা, আল্লাহ হক ফারাক্কা
খিঁচ খা, আষাঢ়ের কিচ্ছা, যাই কস সব মিথ্যা
ছুরি+চাপাতি লইয়া আইতি যাই আছে ধইঞ্চা
ভমকায় দিমু mc সস্তা
[outro]
মাগার current জালের জাটকা এডি
সস্তা মাছের syndicate
এডি ভায়া তাউরার কাছে বালির বাঁধের barricade
ছু!
Random Lyrics
- ambush buzzworl - a.m.b (intro) lyrics
- pinewood - heartaches & promises lyrics
- naomi raine - cry out (live) lyrics
- islands - what occurs lyrics
- bana (cpv) - verdianinha lyrics
- wreshaad - no teaser lyrics
- kristian mecha - nära lyrics
- lzaccio - forteress lyrics
- jane remover - whatever vip (07 - 05 - 2020) lyrics
- hotel graffiti - wish lyrics