the-lip-sings - dusan lyrics
Loading...
দূষন
দিলীপ কুমার প্রামানিক
নদীতে কালো জল বয়ে যায়
মেরুতে বরফ গলে যায়
ধূমেতে বাতাসের পরাজয়
গাছেরা মাটিতে বিষ খায় । (2)
এ দূষন কি ভীষণ
ডেকে আনছে সে ক্ষণ (2)
যে ক্ষণে +++++++++++++++
তোমার বিনাশ তোমায় করে আলিঙ্গন । (2)
প্লাস্টিকের স্তূপ জমে যায়
হাঁটা পথ যেতে মিছে তেল ব্যয়
দেখো খোলা ট্যাপে জল অপচয়
লোকেরা খুশিতে শিষ্ দেয় ।(2)
এ দূষন কি ভীষণ
ডেকে আনছে সে ক্ষণ (2)
যে ক্ষণে +++++++++++++++
তোমার বিনাশ তোমায় করে আলিঙ্গন । (2)
পাড়াতে বাজনা টেকা দায়
অর্থ বলে ন্যায় অসহায়
ক্রমে বেড়ে যায় নৈতিক ক্ষয়
ভালো আজ খারাপে মিশ্ খায় । (2)
এ দূষন কি ভীষণ
ডেকে আনছে সে ক্ষণ (2)
যে ক্ষণে +++++++++++++++
তোমার বিনাশ তোমায় করে আলিঙ্গন ।
বিনাশ তোমার তোমায় করে আলিঙ্গন ।
তোমায় তোমার বিনাশ করে আলিঙ্গন ।
তোমার বিনাশ তোমায় করে আলিঙ্গন ।
Random Lyrics
- levon helm - audience for my pain lyrics
- coach joey - plan b lyrics
- 3200 tre - watch ya back lyrics
- cxmmxns & karina savage - overcome lyrics
- greg eyesore - three times the bread (slowest + most reverb) lyrics
- alexdef - age lyrics
- она сказала кратко (she said briefly) - life (жизнь) lyrics
- jhonatan memphis & mario & kretz - l'amour lyrics
- kangnam (강남) - running flower lyrics
- 汉堡黄 (puppiebelly) & luna li - would it be alright? lyrics