the poixon - ratri (remix) lyrics
[chorus]
it feels so simple
loving always
it feels just right
i cant explain it
[verse ]
১২ টা বাজে রাতে সন্ধ্যে হলো মাত্র যেন।
সহসা স্তব্ধ রাতে জ্যোৎস্না ডাকে আমায় কেন?
আবারো ডাকছে নাকি শুনতে শুনতে ডাকটা এলো ।
সবুজ বাটন টা চেপে সাড়া দিলাম আস্তে “হ্যালো “!
কথা হলো চাঁদের সাথে আধা ঘণ্টা সময় বাড়লো ।
১২ টা ৩৫ এ প্রকৃতিও reject মারলো।
আকাশটা খেপেছে তাই বিকট শব্দে বজ্র ছাড়লো।
অযথা মধ্য রাতে অঝোর ঝড়ে বর্ষা নামলো।
জানলা বন্ধ, আর জানলার পাশে ভেজা মেঘ।
ভাবলাম যাজ্ঞে, আজ এমনি হবে রাতটা শেষ।
ফেকাসে রাতেও যে শীতল হাওয়া চলছে বেশ।
চোখ টা তুলে দেখি খাটের পাশে মৃত্যু দেব।
জানটা যাবে হয়তো জেনেই আজকে ভালো mood
বিরক্ত লাগে এখনো যে আছে হুঁশ।
মৃত্যু দেব একবার তাকায় আবার থাকে চুপ।
একটু পরে বলে তার ও একা লাগে খুব।
[chorus]
it feels so simple
loving always
it feels just right
i cant explain it
Random Lyrics
- marie nilsson-lind - sayonara lyrics
- pete the cat - be my valentine (feat. tom freund) lyrics
- flexing mac - blurr freeverse lyrics
- emoca - between the lights lyrics
- doctor smoke - trick of treat lyrics
- kabir trey - karдиоgraф lyrics
- flenn - sans voir lyrics
- scarlet horizon - love letter lyrics
- doble infame - desde que se fue lyrics
- naxowo - #nofriends lyrics