
the red twilight - tumi lyrics
একি প্রথম দেখা
মনে হলো তাই।
সুন্দর লাগছে দেখো
আজও তোমায়।।
হটাত তুমি এলে পাশে
আমি তাকিয়ে অবাক মুখ
কান পেতে শুনছি তোমার
মিষ্ঠির ওই শুর
এ যেনো ভালোবাসায়
আমি আছি ভালো বাসায়
এ যেনো আলো আশার
অন্ধকার জীবনটাই
তুমি তো সব আমার জীবনটাই
থেকো পাশে সারাজীবনটাই
তোমায় নিয়ে আমি বাঁচতে চাই
প্রেমের বাঁধনে আমি
জুড়ে থাকতে চাই।
যখন তুমি থাকো পাশে
এ মন যেনো থাকে উৎচাসে
আমার আসে পাশে যেনো তুমি শুধু রও
তোমার মায়াই আমি ডুবে গেছি
তোমার ভালোবাসায়
আমি হারিয়ে যাচ্ছি ।
তুমি তো সব আমার জীবনটাই
থেকো পাশে সারা জীবনটাই
তোমায় নিয়ে আমি বাঁচতে চাই
প্রেমের বাঁধনে আমি জুড়ে থাকতে চাই
যখন কল্পনায় দেখি
তুমি অন্যের সাথে
তখন বুঝি তোমার মূল্য আরো
ইচ্ছে করে বুকে জড়িয়ে
তোমায় আগলে রাখি আমি ……
তুমি তো সব অমর জীবনটাই
থেকো পাশে সারাজীবনটাই
তোমায় নিয়ে আমি বাঁচতে চাই
প্রেমের বাঁধনে আমি জুড়ে থাকতে চাই ।।
Random Lyrics
- enzo gk - pequenas coisas lyrics
- 望月穂波 (mochizuki honami) - カゲロウデイズ (kagerou daze) lyrics
- -m- (fra) - medley je dis le commun des motels lyrics
- second person - no window lyrics
- соник20 (sonic20) - поближе (closer) lyrics
- badtrip boys - папина принцесса (daddy's princess) lyrics
- skyrose9 - чё то про жизнь(something about life) lyrics
- bexblu - whipsandyards_ lyrics
- ellice - chasing a ghost lyrics
- netjuzo & nullify - dislike lyrics