
the tree [bd] - shukh lyrics
Loading...
স্বপ্ন বুনে চোখ ছল ছল
চড়তে পারো মেঘেদের দল
কাল কি হবে কেও না জানি
আজই তো সব, জীবন এখনই
ভাল থাকা + সে তো যায়না কেনা
বাজারে তার দর হবে না
প্রিয় মুখের হাসির মায়া
এক চিলতে মেঘের ছায়া
সুখের খোঁজে কোথায় যাবে ?
নিজের মাঝেই লুকানো তবে
অধরা এই সুখ যদি বেশি চাও
হিসেবটা আগে নিজে বুঝে নাও
আকাশ কুসুম কল্পনা
অযাচিত যত যন্ত্রনা তুমি নিও না
প্রতিদিন যেন ভাল হয় যেন
সবার মুখে হাসি রয় এই প্রার্থনা
ভুল পথে তাই অর্থে মজে
সবাই ছোটে সুখের খোজে
আগুন দিলেই কাগজ পোড়ে
কি পাবে ওই ছাই এর মাঝে?
খুঁজতে হয় এই মনের ভেতর
নিজের প্রশ্নে নিজের উত্তর
কোথায় সে সুখ জানে সবাই
তৃপ্ত আত্মায়, যা আছে তাই
আকাশ কুসুম কল্পনা
অযাচিত যত যন্ত্রনা তুমি নিও না
প্রতিদিন যেন ভাল হয় যেন
সবার মুখে হাসি রয় এই প্রার্থনা
Random Lyrics
- pete carlson - journey on lyrics
- חוה אלברשטיין - machar - מחר - hava alberstein lyrics
- djnyt3m4r3 - xxwine flu lyrics
- guzytracks - what you have done lyrics
- coe wiki - new opp lyrics
- pete carlson - come to the light lyrics
- learning to swim - that's my pabst blue ribbon! lyrics
- möly - la cosa giusta lyrics
- 2sdxrt3all - drop my pride lyrics
- dincolo de ziduri - momentul dintre momente lyrics