timir biswas - firbo bolle fera jaay naki (male) lyrics
স্তব্ধ এক ঝড়ে ভাঙা গল্পতে
স্বপ্ন হারিয়ে গেলো অল্পতে
জানি সহজে যায় না ফেরা
তবুও ফেরার বিকল্প নেই
স্তব্ধ এক ঝড়ে ভাঙা গল্পতে
স্বপ্ন হারিয়ে গেলো অল্পতে
জানি সহজে যায় না ফেরা
তবুও ফেরার বিকল্প নেই
এভাবেই হয়তো ভেঙে যায় ভুল
কেটে যায় ঘোর, ভেঙে যায় মন
তারপর বাকি কথা জানে শূন্যতা
বোবা চোখে দেখি অন্য জীবন
ফিরবো বললে ফেরা যায় নাকি
হাসি দিয়ে শুধু কান্নাকে ঢাকি
নিজেকে অচেনা লাগে যে আজ আয়নাতে
চেনা মুখ হারিয়েছি মুখোশে
হয়েছি একা নিজেরই দোষে
ফিরে পেতে চাই নিজেকে ফেরার পথে
বোকা আবেগ মেঘ বোনে মনে মন
জমা কান্না বৃষ্টির দিন গোনে
কথা পোড়ে, ছাই ওড়ে, চোখ মোছে পিছুটান
একা থেকে আরও বেশি একা হয়ে
লুকোচুরি খেলা শেষে গেছি ক্ষয়ে
পড়ে আছে অবশেষ একমুঠো অভিমান
এভাবেই হয়তো ভেঙে যায় ভুল
কেটে যায় ঘোর, ভেঙে যায় মন
তারপর বাকি কথা জানে শূন্যতা
বোবা চোখে দেখি অন্য জীবন
ফিরবো বললে ফেরা যায় নাকি
হাসি দিয়ে শুধু কান্নাকে ঢাকি
নিজেকে অচেনা লাগে যে আজ আয়নাতে
চেনা মুখ হারিয়েছি মুখোশে
হয়েছি একা নিজেরই দোষে
ফিরে পেতে চাই নিজেকে ফেরার পথে
Random Lyrics
- letmedrown - denk nur an dich lyrics
- gucci mane - lazy cat lyrics
- okaeri - golden (feat. dill) lyrics
- smoller - #boredfreestyle lyrics
- bill ryder-jones - even good things break my heart - bonus track lyrics
- tavia - kaye lyrics
- the weeknd - the morning (original) lyrics
- adib sin - enough lyrics
- wonda - vibe lyrics
- rhyan besco - #jumpwallz lyrics