azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

topu - bhalobashii lyrics

Loading...

এত ভেবে কি হবে
ভেবে কে করেছে কি কবে
ভাবছি না আজ, যা হবে হবার
এত দিন পারি নি
জানো তো আমি এমনি
বলতে চাই আজ, এখনই বলে দিই
ভালবাসি, ভালবাসি
ভালবাসি, ভালবাসি

চুপ করে থেকো না
কিছু তো বল, হ্যাঁ অথবা না
হ্যাঁ যদি হয় হবে, না যদি হয় তবে
কিছু বলো না
তুমি ভেবো না, ভাঙবে না বন্ধুত্বটা
হ্যাঁ যদি হয় হবে, না যদি হয় তবে
কিছু বলো না

ভালবাসি (তোমাকে), ভালবাসি (বলে)
ভালবাসি (তোমাকে), ভালবাসি

ভালবাসি (তোমাকে), ভালবাসি (বলে)
ভালবাসি (তোমাকে), ভালবাসি

এত ভেবে কি হবে
ভেবে কে করেছে কি কবে
ভাবছি না আর, যা হবে হবার
এত দিন পারি নি
জানো তো আমি এমনি
বলতে চাই আজ, এখনি বলে দিই
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি

ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি

ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি (ও-ও-ও-ওহ)

ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি



Random Lyrics

HOT LYRICS

Loading...