topu - fire aay lyrics
Loading...
কোন এক সকালে উঠে দেখি
সবকিছু ঠিকঠাক
একই রৌদ্র জানালা গলে একই
জামা জুতো খাট
অজান্তে হাত বাড়িয়ে সরাই
দুরালাপন চুপচাপ
তুই নেই কাছে
তুই নেই, বাকি সব ঠিকঠাক
ভুলে যাই, যে তুই নাই
ফিরে আয়.
আয় নারে…
আয় নারে…
ফিরে ফিরে আয়
বলেছিলাম দেখে নিস
ভুলে যাবো ঠিকই
কিছুদিন পরবে না মনে তোকে একদমই
হয়ত দু দিন কাঁদবে হৃদয়
আঁকড়ে ধরে স্মৃতি
তারপর ভুলে যাবো ঠিকই
যা এখনো পারিনি
ভুলে যাই, যে তুই নাই
ফিরে আয়.
আয় নারে…
হয়ত দু দিন কাঁদবে হৃদয়
ফিরে ফিরে আয়
বদলে গেছে অনেক কিছু
বদলেছিস তুই জানি
আজও আমি একই আছি
একটুও বদলাইনি
রাতের তারা সংগী করে
আজো গান লিখি
ভোরবেলাতে সূর্যালোকে
তোকে খুঁজে ফিরি
ভুলে যাই, যে তুই নাই
ফিরে আয়.
আয় নারে…
আয় নারে…
ফিরে ফিরে আয়
Random Lyrics
- big & rich feat. tim mcgraw - lovin' lately lyrics
- tveth - bonus - knowledge lyrics
- olumide iyun - there's a shout lyrics
- 이지연 - 난 사랑을 아직 몰라 lyrics
- extreme music - bring me back to life lyrics
- kokayna - #internetmusic lyrics
- patrick henley, metro australia church - my soul waits lyrics
- toluca lake - verse lyrics
- tveth - s.4.m.k lyrics
- hiperkarma - jó végre lyrics