trp squad - khepa lyrics
[verse + bright]
এই এই এই
সাইড দে
আরে ভাই আইসে খেলতে
পারবি না যাইতে
না পারবি সামলাইতে
চান দেইখা ডান দিকে
শিশ মাইরা ফাও
টান দিয়া সুতার রগ
৫ টাকায় ঘাও।
নাই খিস্তি অত
ভয় পাবি অটো
m ফার্স্টে r লাস্টে
শুনবি তুই যত।
লাইফ লেসন উইথআউট
সিলেবাস আমি
৫ টাকার কলম
আর শব্দ সব দামি।
রাস্তা নাই হাঁটার হাঁটমু না
মাথায় জিনিস থাকলে ঠেকমু না।
ইচ্ছা আমার আমি যামু কোনদিকে
আমারে লইয়া ক্যান থাকোস বিদিকে।
চালচলন আমার পুরাই তাওড়া
সহ্য না হইলে খাবি আউড়া।
নোটের নেশা আছে ছোটর তেই
ডিল কইরা চিল কইরা
কিল করি আমি হেই ছোটর তে… হ
[verse + zi]
ক্যাডা কয় বাংলা র্যাপ বাজতাসে না
কালচার যার কথা কেউ কইতাসে না
আমরা কইতাসি বইলা কারো সইতাসে না
যা করতাসি তোগো দ্বারা হইতাসে না
তুই ভাইগা যা
আমার স্কোয়াড এখন বিল্ডিং+এ
ঘাউড়া প্রসেসর তাউড়া ফিচার বিল্ট ইন এ
জীবন শেষ ৩ দিনে
ঘর বানায় ঢেউ টিনে
যেই সিনের কথা কয়
লগের না কেউ সিনে
গায়ে জারা ম্যান ইয়াকুজা ৮৯৩
পায়ে লাগায় এয়ার ফোর্স জর্ডান নাইকি
ঘরোয়া খেলায় ভালো খেলা প্লেয়ার যেডি
স্কোয়াড আমার রেডি
আমাগো লাইগা তুই নেভার রেডি
চেইন আমার না নানি দিসে
নানিরে নানায় দিসে
জ্ঞানীরে বানি দিসে
তোগোরে মানি দিসে
আমগো তো হাসি পাইসে
তোগোরি ফানি ডিস+এ
১০ বছর থাকসে
গেমে না কেউ
গানে তালি দিসে।
[verse + deadsta]
আমরা কথা কই কম
মাগার বিশ্বাস রাখি কামে
কামাই কচকচা পাত্তি
আর পাইটু রাখি বামে
তোর চাউ ফুটে মালে
আমি সিন ঘুরাই চালে
পাগলা ডোজ গ্রীষ্মতে
ফিল পাবি শীত কালে
ওস্তাদ মারে শেষ রাইতে
খেচে প্যাচ লাগে গাইতে
কয় শরম লাগে চাইতে
ভুল পারবি না শুধরাইতে
ভাঙ্গারি চাপ দে সাইডে
টানে gt86
পকেট কথা কইলে
মিক্সার সব খাইয়া থাকে খিস
কইরা সাত খুন মাফ
লিয়া লে চামে দিয়া ফাইদা
সিভিলে ঘুরে আমার হুড
যেমন আল কায়দা
ফ্রিতে ভমকায় দেয় jd
কপালে শনি টানে সাইধা
তোরা ইন্টারভিউয়ের লাইনে
আমরা বোর্ড অব ভাইভা
খেপা দিয়া খেপার লগে
পার পাবি না
জমিনে থাকতে তোর
বেয়াদবির ছাড় পাবি না।
১২১৬ জবানে
চালান দিবি না
খ্যাপা পোলাপাইনের হাতে
রেহাই পাবি না ভায়া
[verse + haqrif]
আয় বেটা চিল দে
উড়তে চাইলে ঢিল দে
মলম বেচা বাদ দিয়া গানের ভিতরে ফিল দে
ধর তারে যারে মন চায় বিচিটারে তেল দে।
আইছে তোর বড় ভাইরা দরজা জানালা খিলদে
তাউরা গুরু সাফার ছোট থেইকা তাওরামি
সিনার ভিতর পাড়া দিলে কেমনে আটকাবি
যতক্ষণী থাকি উইঠা জায়গা সুনামি
ভয়ঙ্কর রূপ সাগরের বড় ঢেউ আমি।
১০ থিকা পাঁচ নিয়া পাঁচ বানাই আট
আমার ব্রেইনে চলে যুদ্ধ দিন থেইকা রাত
আমগো বিট বানায় জিম রেডি থাকে পুরা টিম
আশ্বিনে গাসসিন কইরা ক্ষ্যাপা পুরা সিন।
ল খবর লাগা মাওইর পুনদে মরিচ ডলে কে?
আর ভায়া কোট পড়া জামাই থাকলে শালিশ ডাকে কে ?
আর যত পথের সোয়ামি বানায় জ্বালা মিটায় কে?
আবে ছুপা রুছতম এইহানে বাটপারি কম
টানে টান মাইরা যামু যতখনি আছে দম সাঁই
[outro]
সাঁই.. সাঁই..
Random Lyrics
- camoflauge monk & tha god fahim - gristle lyrics
- nucci - automatti lyrics
- candy moore - challenger deep lyrics
- kae lamar - distance lyrics
- jasby - scary plankton broke my heart lyrics
- champ1k - camouflage lyrics
- zambayonny - la canción más pelotuda del mundo lyrics
- $boy | rlg - иллюзия (illusion) lyrics
- chauwa - rozpacz lyrics
- sechskies - summer in love (remix) lyrics