azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

twelve - kapa jole lyrics

Loading...

kapa jawle ghaschhaya, chokh boja niralay
brishti te thot bheje, or ki ase jay
somoyer khuchro ra, canvas e mukhchora
kalosada pen sketch e ankibuki kete jay
hawrofer herfer roya otha mawlate
chulkhola drishtite ramdhanu gholate
hawrofer herfer roya otha mawlate
chulkhola drishtite ramdhanu gholate
agupichhu engine, dhadha lage searchlight
rong kora debdaru, sms e good night
tumi tobu esechhile puraton chhawnde, sei chena gawndhe, shohure anonde, shohure anonde
kapa jawle ghaschhaya, chokh boja niralay
brishti te thot bheje, or ki ase jay

shesh ghum e mone pawre, bhije shari pore tumi uthone
ki ekta khujchile, frame e sob mugdhera nirbaak
muhurte pawrda ta bodlay custom ringtone e
jawrotay mawshari, gham e sob swapnera pure khak
tumi tobu esechhile puraton chhawnde, sei chena gawndhe, shohure anonde, chandchera rawndhre
kapa jawle ghaschhaya, chokh boja niralay
brishti te thot bheje, or ki ase jay

narkel pata gulo sondhe hawa sur er ongo
hawa dile gril theke batik er orna ta urto
chumuker uttore coffee cup e utheche tawrongo
mukhomukhi balcony, drishti to ishwar e murto
tumi tobu esechhile puraton chhawnde, sei chena gawndhe, shohure anonde, shohure anonde
kapa jawle ghaschhaya, chokh boja niralay
brishti te thot bheje, or ki ase jay
somoyer khuchro ra, canvas e mukhchora
kalosada pen sketch e ankibuki kete jay
lyrics in bengali

কাঁপা জলে ঘাসছায়া, চোখবোজা নিরালায়
বৃষ্টিতে ঠোঁট ভেজে, ওর কী আসে যায়
সময়ের খুচরোরা, ক্যানভাসে মুখচোরা
কালোসাদা পেনস্কেচে আঁকিবুঁকি কেটে যায়।
হরফের হেরফের রোঁয়া ওঠা মলাটে
চুলখোলা দৃষ্টিতে রামধনু ঘোলাটে
হরফের হেরফের রোঁয়া ওঠা মলাটে
চুলখোলা দৃষ্টিতে রামধনু ঘোলাটে
আগুপিছু ইঞ্জিন, ধাঁধা লাগে সার্চলাইট
রঙ করা দেবদারু, sms এ good night
তুমি তবু এসেছিলে পুরাতন ছন্দে, সেই চেনা গন্ধে, শহুরে আনন্দে, শহুরে আনন্দে..।
কাঁপা জলে ঘাসছায়া, চোখবোজা নিরালায়
বৃষ্টিতে ঠোঁট ভেজে, ওর কী আসে যায়।

শেষ ঘুমে মনে পড়ে, ভিজে শাড়ি পড়ে তুমি উঠোনে
কী একটা খুজছিলে, ফ্রেমে সব মুগ্ধেরা নির্বাক
মুহূর্তে পর্দাটা বদলায় custom ringtone +এ
জড়তায় মশারী, ঘামে সব স্বপ্নেরা পুড়ে খাক।
তুমি তবু এসেছিলে পুরাতন ছন্দে, সেই চেনা গন্ধে, শহুরে আনন্দে,চাঁদ চেরা রন্ধ্রে।
কাঁপা জলে ঘাসছায়া, চোখবোজা নিরালায়
বৃষ্টিতে ঠোঁট ভেজে, ওর কী আসে যায়।

নারকেল পাতাগুলো সন্ধে হাওয়া সুরের অঙ্গ
হাওয়া দিলে গ্রিল থেকে বাটিকের ওড়নাটা উড়তো
চুমুকের উত্তরে কফিকাপে উঠেছে তরঙ্গ
মুখোমুখি ব্যালকনি, দৃষ্টি তো ইশ্বরে মুর্ত
তুমি তবু এসেছিলে পুরাতন ছন্দে, সেই চেনা গন্ধে, শহুরে আনন্দে, শহুরে আনন্দে..।
কাঁপা জলে ঘাসছায়া, চোখবোজা নিরালায়
বৃষ্টিতে ঠোঁট ভেজে, ওর কী আসে যায়
সময়ের খুচরোরা, ক্যানভাসে মুখচোরা
কালোসাদা পেনস্কেচে আঁকিবুঁকি কেটে যায়।



Random Lyrics

HOT LYRICS

Loading...