azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ur udoy - eibela seibela lyrics

Loading...

এইবেলা সেইবেলা
আলো আঁধারির খেলা
ঝিঁঝিরা ডাকে আপন সুরে
ঝোনাকির আলো হৃদয় জুড়ে
সন্ধ্যা মালতীর মিষ্টি ঘ্রাণে
সুবাস জাগে নির্মল প্রাণে

পাখিরা সব এল ফিরে
স্বয়ংগীতি গাইছে নীড়ে
আকাশ ভরা তারা
অঢেল প্রেমের ধারা
বইছে মনের উঠুন জুড়ে
শালিক চেঁচায় পথের মোড়ে

এইবেলা সেইবেলা
এইবেলা সেইবেলা

বৃষ্টি ভেজা সকাল বেলা
হাওয়ায় ভাসে সুখের মেলা
মেঘের দেশে যাব উড়ে
দেখব তোমায় নয়ন ভরে
বাঁশির রানী তোমার বাঁশির সুরে
লাল গোলাপের পাপড়ি ঝরে

মধ্য রাতে ঢেউ ভেসে যায়
মাঝ পুকুরে চাঁদনি লুটায়
দূর নিলীমার জ্যোৎস্নার আলো
মনটা আমার খেই হারালো
এইবেলা সেইবেলা
এইবেলা সেইবেলা

আলো আঁধারির খেলা
ঝিঁঝিরা ডাকে আপন সুরে
ঝোনাকির আলো হৃদয় জুড়ে
সন্ধ্যা মালতীর মিষ্টি ঘ্রাণে
সুবাস জাগে নির্মল প্রাণে

পাখিরা সব এল ফিরে
স্বয়ংগীতি গাইছে নীড়ে
আকাশ ভরা তারা
অঢেল প্রেমের ধারা
বইছে মনের উঠুন জুড়ে
শালিক চেঁচায় পথের মোড়ে

এইবেলা সেইবেলা
এইবেলা সেইবেলা

বৃষ্টি ভেজা সকাল বেলা
হাওয়ায় ভাসে সুখের মেলা
মেঘের দেশে যাব উড়ে
দেখব তোমায় নয়ন ভরে
বাঁশির রানী তোমার বাঁশির সুরে
লাল গোলাপের পাপড়ি ঝরে
মধ্য রাতে ঢেউ ভেসে যায়
মাঝ পুকুরে চাঁদনি লুটায়
দূর নিলীমার জ্যোৎস্নার আলো
মনটা আমার খেই হারালো
এইবেলা সেইবেলা (4x)



Random Lyrics

HOT LYRICS

Loading...