ur udoy - eibela seibela lyrics
এইবেলা সেইবেলা
আলো আঁধারির খেলা
ঝিঁঝিরা ডাকে আপন সুরে
ঝোনাকির আলো হৃদয় জুড়ে
সন্ধ্যা মালতীর মিষ্টি ঘ্রাণে
সুবাস জাগে নির্মল প্রাণে
পাখিরা সব এল ফিরে
স্বয়ংগীতি গাইছে নীড়ে
আকাশ ভরা তারা
অঢেল প্রেমের ধারা
বইছে মনের উঠুন জুড়ে
শালিক চেঁচায় পথের মোড়ে
এইবেলা সেইবেলা
এইবেলা সেইবেলা
বৃষ্টি ভেজা সকাল বেলা
হাওয়ায় ভাসে সুখের মেলা
মেঘের দেশে যাব উড়ে
দেখব তোমায় নয়ন ভরে
বাঁশির রানী তোমার বাঁশির সুরে
লাল গোলাপের পাপড়ি ঝরে
মধ্য রাতে ঢেউ ভেসে যায়
মাঝ পুকুরে চাঁদনি লুটায়
দূর নিলীমার জ্যোৎস্নার আলো
মনটা আমার খেই হারালো
এইবেলা সেইবেলা
এইবেলা সেইবেলা
আলো আঁধারির খেলা
ঝিঁঝিরা ডাকে আপন সুরে
ঝোনাকির আলো হৃদয় জুড়ে
সন্ধ্যা মালতীর মিষ্টি ঘ্রাণে
সুবাস জাগে নির্মল প্রাণে
পাখিরা সব এল ফিরে
স্বয়ংগীতি গাইছে নীড়ে
আকাশ ভরা তারা
অঢেল প্রেমের ধারা
বইছে মনের উঠুন জুড়ে
শালিক চেঁচায় পথের মোড়ে
এইবেলা সেইবেলা
এইবেলা সেইবেলা
বৃষ্টি ভেজা সকাল বেলা
হাওয়ায় ভাসে সুখের মেলা
মেঘের দেশে যাব উড়ে
দেখব তোমায় নয়ন ভরে
বাঁশির রানী তোমার বাঁশির সুরে
লাল গোলাপের পাপড়ি ঝরে
মধ্য রাতে ঢেউ ভেসে যায়
মাঝ পুকুরে চাঁদনি লুটায়
দূর নিলীমার জ্যোৎস্নার আলো
মনটা আমার খেই হারালো
এইবেলা সেইবেলা (4x)
Random Lyrics
- леван горозия (l’one) - валентинка (valentine) lyrics
- kisma - fly again lyrics
- umtrillest - crash! (feat. shabands) lyrics
- young bagin$ - muskrats2 lyrics
- callisto coretta - still we can lyrics
- daniel javan, alexa cirri, luca. - numb again lyrics
- the dells - if you go away / love story (medley) lyrics
- left lane didon & tha god fahim - tamarind targets lyrics
- fog lake - latter day saint lyrics
- guaynaa - cumbia a la gente (part. los ángeles azules) lyrics