uttam kumar - ei mom jochhonay lyrics
Loading...
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
দেখো ওই ঝিলি মিলি চাঁদ,
সারা রাত আকাশে সলমাজরি ৷
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
জাফরানি ওই আলতা ঠোঁটে
মিষ্টি হাসির গোলাপ ফোটে ৷
মনে হয় বাতাসের ওই দিলরুবাতে
সুর মিলিয়ে আলাপ ধরি ৷
দেখো ওই ঝিলি মিলি চাঁদ,
সারা রাত আকাশে সলমাজরি ৷
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
এই রূপসী রাত আর ওই রুপালি চাঁদ বলে জেগে থাকো,
এ লগন আর কখনো ফিরে পাবে নাকো ৷
মখমলের ওই সূচনী ঘাসে,
বসলে না হয় একটু পাশে,
মনে হয় মহুয়ারি আতর মেখে,
তোমার কোলে ঘুমিয়ে পড়ি ৷
দেখো ওই ঝিলি মিলি চাঁদ,
সারা রাত আকাশে সলমাজরি ৷
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
ও. এসো না গল্পো করি ৷
Random Lyrics
- ely shah x rishi badshah - hash tagged_prod. by beat plug lyrics
- 張敬軒 - 下次愛你 lyrics
- pedro melo - the storyteller lyrics
- peacemakers - the art of rolling lyrics
- natewantstobattle - i`d love to break it to you lyrics
- the bronson - sei solo tu lyrics
- frank sinatra and tommy dorsey - i'll be seeing you lyrics
- sf9 - 부르릉 roar lyrics
- mc bilal - ohne mich lyrics
- jerry herman - i put my hand in lyrics