
vibe (bgd) - shesher opashe lyrics
Loading...
[instrumental intro]
[verse 1]
সকল রঙের অলীক স্পর্শ
সব দেখার অন্তিম প্রতিফলন
সব আকৃতির শেষ রূপে
জানা+অজানার অপরিণত সুর
জীবন শিখার আলোতে
বিকিয়ে দেওয়া সত্তার শেষ
[chorus]
রাতের আঁধার সকল প্রশ্নের জড়তা সব অজানা
নিজেকে জানার আশাতে
সকল প্রশ্নের রূপকার সবই শেষের ওপাশে
[instrumental break]
[verse 2]
নিজ পৃথিবীর মলিনতা
আশ্রয় নেয় যার মাঝে
সকল অচেনার ভরা দুপুর
নুয়ে পড়ে যে তার সাজে
জীবন লেখার স্মারকে
শেষ অধ্যায়ের রচনাতে
[chorus]
রাতের আঁধার সকল প্রশ্নের জড়তা সব অজানা
নিজেকে জানার আশাতে
শেষের ওপাশে সকল প্রশ্নের মিছিলে যত সংশয়
বিকিয়ে যাবে স্বর্গ+নরকে
[instrumental break]
[verse 3]
আমার চেতনার ওপাশে
হাতছানি দেয় আমায় স্বর্গ
জানি না কী কারণে
চাইনা যেতে ওপাশে
[instrumental outro]
Random Lyrics
- amari tomioka - notify me lyrics
- icecoldstillmane - og (hosted by benzomic records) lyrics
- shanti sena - man who sold his brain (mshb) lyrics
- fischermätteli hood gäng - retro i weiss das lyrics
- noirspam - no time lyrics
- t.f - friend of god lyrics
- バウワウ (bow wow) [jpn] - just one more night lyrics
- earl balai - still yours lyrics
- austin tolliver - yodelay you down lyrics
- self inflicted wound - overthink underact lyrics