![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
vibe - mone pore lyrics
Loading...
কালো কালো এলোমেলো, অগোছালো একরাশ চুল
কালো কালো এলোমেলো, অগোছালো একরাশ চুল
স্মৃতিগুলো থমকে থাকে,
আজ আকাশ মেঘে ঢাকা, মনে তার ছবি আঁকা।
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ…
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ…
কালো কালো এলোমেলো, অগোছালো একরাশ চুল
স্মৃতিগুলো থমকে থাকে,
আজ আকাশ মেঘে ঢাকা, মনে তার ছবি আঁকা।
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ… মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ…
পথে যেতে এলোচুল উড়তো হাওয়ায়…
মেঘরাঙ্গা শাড়িটার আঁচল বাওয়া।
পথে যেতে এলোচুল উড়তো হাওয়ায়…
মেঘরাঙ্গা শাড়িটার আঁচল বাওয়া।
পটভূমি দিগন্তে কালো কালো মেঘ
তুমি ছিলে যেন এক ঝড়ের আবেশ। মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ…
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ…
Random Lyrics
- paiko - volverte a ver lyrics
- kalle moraeus feat. bengan janson - sankta lucia lyrics
- cherrybelle feat. adila - iam super swag lyrics
- j. oliver - with him lyrics
- grupo el reto - el bueno de tijuana lyrics
- 김예림 feat. 버벌진트 - stay ever lyrics
- udit narayan - ruk ja o dil deewane lyrics
- the magic time travelers - travelin' man lyrics
- romeo santos feat.usher - promise lyrics
- la unica tropical - le creí lyrics