warfaze - alo lyrics
কি আশা নিয়ে জেগেছি সকালে
আঁকলাম সূর্য তোমার কপালে
অথচ সারাকাশ জলে বিম্বিত
দৃষ্টি বিভ্রম কল্পনা প্রসূত
রকম অনেক আশা নিয়ে আমি জেগে উঠি
ক্ষত সেরে গেলে আবার বিব্রত হয়ে উঠি
আলো আরো আলো
আঁধার ঘনালো
আমার এ প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার
সাঁঝের মেঘ ভেসে যায়, ভেসে যায়
আমি বুঝে গেছি যে হায়!
শিশুর মত হতে হয়, সরল হয়
আমিও বুঝেছি যে হায়!
শিশুর মত হতে হয়, সরল হয়
যা কিছু সব আঁকা হয়
তবু সে মুখ আসে না এ মায়ায়
আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এ ধরায়
আমার এ প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্থা আমার
সাঁঝের মেঘ ভেসে যায়, ভেসে যায়
আমি জেনেছি যে হায়!
শিশুর মত হতে হয়, সরল হয়
আমিও বুঝেছি যে হায়!
শিশুর মত হতে হয়, সরল হয়
আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এ ধরায়
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এ ধরায়
Random Lyrics
- puff daddy - thought you said lyrics
- vanessa moraes - desabafo lyrics
- patricio manns - carta a mi compañero lyrics
- zé manel - afrika is not independent lyrics
- alex ubago - como en los sueños lyrics
- jane duboc - languidez lyrics
- johnny dorelli - domani che farai lyrics
- maverick - vermelha do centro lyrics
- resistencia suburbana - mas de una vez lyrics
- trio jerimum - bundinha de tanajura lyrics