warfaze - ekti chele lyrics
একটি ছেলে হাঁটছে একা, ঝর্ণা ধোয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হালকা রোদে, জানে না জীবন কাকে বলে
পাহাড়ি শ্যামল ছায়ায়, জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া, এসে নিয়ে গেলো তাকে
চারিদিকে সব নেকড়ে দল, আঁকড়ে ধরে শক্ত করে
কুৎসিত সব গর্জনে ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন
ওই তার ছোট্ট আপন, ভালোবাসার নিবিড় বাঁধন
ভেসে গেলো ছবিগুলো, জানে না, জীবন সে চেনে না
মরুময় তপ্ত বুকে, মরীচিকার মিছে আশায়
ছুটে গিয়ে দেখতে পেল, হায়! হায়! হায়! হায়!
চারিদিকে সব শকুনের দল, অপেক্ষায় মাথার উপর
নৃশংস দৃষ্টি নিয়ে ভেঙ্গে দেয়, ভেঙ্গে দেয় স্বপ্ন
একটি ছেলে হাঁটছে একা, ঝর্ণা ধোয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হালকা রোদে, জানে না জীবন কাকে বলে
পাহাড়ি শ্যামল ছায়ায়, জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া, এসে নিয়ে গেলো তাকে
চারিদিকে সব নেকড়ে দল, আঁকড়ে ধরে শক্ত করে
কুৎসিত সব গর্জনে ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন
অথচ কতো সুন্দর হতে পারতো এ জীবন
শকুন যদি হতো শান্তির পায়রা
অথচ কতো সুন্দর হতে পারতো এ জীবন
নেকড়ের যদি হত হরিণের অঞ্জন
তবুও ধরে নেকড়ের দল, তবুও ধরে শকুনের দল
জীবনের নামে কালবৈশাখ ভেঙ্গে দেয়, ভেঙ্গে দেয় স্বপ্ন
একটি ছেলে হাঁটছে একা, ঝর্ণা ধোয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হালকা রোদে, জানে না জীবন কাকে বলে
পাহাড়ি শ্যামল ছায়ায়, জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া, এসে নিয়ে গেলো তাকে
চারিদিকে সব নেকড়ে দল, আঁকড়ে ধরে শক্ত করে
কুৎসিত সব গর্জনে ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন
Random Lyrics
- tweet - level up lyrics
- koer - bienvenue dans le 95 lyrics
- małach - wielkie rzeczy lyrics
- the franklin electric - anything for love (reimagined) lyrics
- in cathedrals - provinces lyrics
- konshens - bad man heart lyrics
- sam smith, and demi lovoto - i'm ready lyrics
- shock g - cherry flava'd email lyrics
- fourstars - glowed up lyrics
- cavalheiro - não lyrics